বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) মনে করে যে ওয়ান্ডারল্যান্ড টয়স লিমিটেডের সমগ্র বিষয়গুলির সাথে সম্পর্কিত একটি তদন্ত করা প্রয়োজন৷
বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জক অর্ডিন্যান্স, ১৯৬৯ (১৯৬৯ সালের অধ্যাদেশ নং XVII) এর অধ্যাদেশ ২১ এর অধীন এটিকে প্রদত্ত ক্ষমতা প্রয়োগে, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন আইন ১৯৯৩ (১৯৯৩ সালের ১৫ নং আইন) এর ১৭ক ধারা অনুযায়ী কমিশন ওয়ান্ডারল্যান্ড টয়েস লিমিটেডের সমগ্র বিষয়ে তদন্ত করার নির্দেশ দিয়েছে।
এ তদন্তের জন্য কমিশনের উপ-পরিচালক মোহাম্মদ রতন মিয়া, সহকারী পরিচালক মোঃ রায়হান কবির ও সিনিয়র ম্যানেজার সৈয়দ ফয়সাল আবদুল্লাহকে দায়িত্ব দেওয়া হয়েছে।
তদন্ত কর্মকর্তারা তদন্ত পরিচালনা করবেন এবং এই আদেশ প্রাপ্তির ৩০ দিনের মধ্যে কমিশনের কাছে একটি প্রতিবেদন জমা দেবেন।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস