সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরে ২০২১-২২ অর্থবছর রফতানি আয় হয়েছে ২ হাজার ৭৩৮ কোটি টাকা। এক বছরের ব্যবধানে আয় ৩০ শতাংশ বেড়েছে। এ সময় বন্দর দিয়ে অন্তত আড়াই লাখ টনের বেশি দেশীয় পণ্য রফতানি হয়েছে।
এ বিষয়ে বন্দরসংশ্লিষ্টরা জানান, এ বন্দর দিয়ে যেসব পণ্য রফতানি হয় তার মধ্যে তাঁতের শাড়ি, গার্মেন্টস বর্জ্য, রাইজ ব্র্যান অয়েল, মধু, ক্লিনিক ক্লথ, পাটের সুতা, পাটের চট, নারকেল শলা, প্রাণ জুস, লিচু ড্রিংকস, প্রাণ চানাচুর ও চিপস অন্যতম।
ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গিয়েছে, সদ্য বিদায়ী অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত এ বন্দর দিয়ে ২ লাখ ৬২ হাজার ৩১৯ দশমিক ১৪ টন পণ্য রফতানি হয়। যার রফতানি মূল্য ২ হাজার ৭৩৮ কোটি ৫০ লাখ ২৬ হাজার ৭০১ টাকা, যা ২০২০-২১ অর্থবছরের তুলনায় অন্তত ৩০ শতাংশ বেশি। ২০২০-২১ অর্থবছরের জুলাই থেকে জুন পর্যন্ত এ বন্দর দিয়ে বিভিন্ন ধরনের পণ্য রফতানি হয় ২ লাখ ১৬ হাজার ১৯১ দশমিক ৮৯ টন, যার মূল্য ছিল ১ হাজার ৮৪৫ কোটি ১৩ লাখ ৪ হাজার ৮৩২ টাকা।
ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্বরত কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমীর মামুন বলেন, ২০২১-২২ অর্থবছরে বন্দরের রফতানি আয় বেড়েছে। চলতি অর্থবছর আয় আরো বাড়বে বলে আশাবাদ ব্যক্ত করেছেন তিনি।
এনজে