শান্তা অ্যাসেটের গ্রাহকরা পাবেন গার্ডিয়ান লাইফের বীমা সুবিধা
সান বিডি ডেস্ক আপডেট: ২০২২-০৭-২৬ ১৮:১৮:০১

গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সম্প্রতি শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের সাথে একটি গ্রুপ বীমা চুক্তি স্বাক্ষর করেছে। যার অধীনে শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের সমস্ত সিস্টেমেটিক ইনভেস্টমেন্ট প্ল্যানের (এসআইপি) গ্রাহকরা গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের বীমা সুবিধা পাবেন।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা শেখ রকিবুল করিম এফসিএ এবং শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইমরান হাসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন।
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন শান্তা অ্যাসেট ম্যানেজমেন্টের হেড অফ মার্কেটিং জানে আলম রোমেল, ম্যানেজার- অ্যাকাউন্টস এন্ড অপারেশনস মো. ফরহাদ মিয়া, ফান্ড ম্যানেজার সালমান রহমান।
গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্সের পক্ষ হেড অফ মাইক্রোইন্স্যুরেন্স ডিপার্টমেন্ট আব্দুল হালিম, এভিপি মুহতাসিম ওমর আলী, এভিপি নওশীন নাহার হক ও বিজনেস ডেভেলপমেন্ট ম্যানেজার মো. জালাল উদ্দিন এ সময় উপস্থিত ছিলেন।
সানবিডি/এসকেএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন











