সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। এদিন সূচকের পাশাপাশি বেড়েছে বেশিরভাগ কোম্পানির শেয়ার দর ও টাকার পরিমানে লেনদেন।
ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, দিনভর ডিএসই ব্রড ইনডেক্স আগের দিনের চেয়ে ৩০ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৮২ পয়েন্টে। আর ডিএসই শরিয়াহ সূচক ৩ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ১ হাজার ৩৩২ পয়েন্টে এবং ডিএসই–৩০ সূচক ৯ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ২ হাজার ১৭৭ পয়েন্টে।
দিনশেষে লেনদেন হওয়া ৩৮০ টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ১৯৬ টির, দর কমেছে ১৩১টির এবং দর অপরিবর্তিত রয়েছে ৫৩টির।
ডিএসইতে টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৬৩৯ কোটি ৯৫ লাখ টাকার। যা আগের কার্যদিবস হতে ১৬৮ কোটি ৯৮ টাকা বেশি। আগের কার্য দিবসে লেনদেন হয়েছিল ৪৭০ কোটি ৯৭ লাখ লাখ টাকা।
অপরদিকে, চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সার্বিক সূচক সিএএসপিআই এদিন ১১৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১৭ হাজার ৯২২ পয়েন্টে।
এদিন সিএসইতে হাত বদল হওয়া ২৭৬ টি প্রতিষ্ঠানের মধ্যে শেয়ার দর বেড়েছে ১১১ টির কমেছে ১২৯ টির এবং অপরিবর্তিত রয়েছে ৩৬ টির দর। সিএসইতে ১৭ কোটি ৬৪ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস