‘বিশ্বব্যাপী চলমান অর্থনৈতিক মন্দাসহ সংকটময় পরিস্থিতিতে বাংলাদেশের তেমন অসুবিধা হচ্ছে না। সেজন্যই বাংলাদেশে বিনিয়োগে কোনো ঝুঁকি নেই বলে জানিয়েছে ব্লুমবার্গ। তাই আমাদের এগিয়ে যেতে হবে। ব্র্যান্ডিং চালু আছে। আমাদের প্রতিভা আছে এবং বিনিয়োগ অপেক্ষা করছে।’
সোমবার (২৫ জুলাই) রাতে রাজধানীর বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রের (বিআইসিসি) সেলিব্রেটি হলে ‘জাতীয় ব্র্যান্ডিং: বিশ্বব্যাপী নতুন প্রতিভা এবং বিনিয়োগের আকর্ষণ’ শীর্ষক সেমিনারে সভাপতির বক্তব্যে এ কথা বলেন, বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম। সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান।
শিবলী রুবাইয়াত-উল-ইসলাম বলেন, ‘বর্তমানে আমরা সারাবিশ্বে কিছুটা অস্থিরতা প্রত্যক্ষ করছি। এখন বিশ্বজুড়ে যা কিছু ঘটছে, তাই বাংলাদেশে প্রভাব ফেলছে। আসলে, আমরা আগে ভুল ছিলাম। এখন আমরা সঠিক পথে আছি। আমরা এখন বিশ্বের সব কিছুর সঙ্গে এতটাই সংযুক্ত, যা কিছু ঘটছে তার প্রভাব আমাদেরও স্পর্শ করছে।’
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
তিনি বলেন, ‘বিশ্বের অন্যান্য অনেক দেশে সাপ্লাই চেইনে বিপর্যয় দেখা দিয়েছে। আর জ্বালানি ও বিদ্যুতের সাপ্লাই চেইনে বিপর্যয় বিশ্বজুড়ে গুরুতর সমস্যা তৈরি করেছে। শুধু বিদ্যুৎ উৎপাদনে নয়, শিল্প উৎপাদনের ব্যবস্থাপনার ক্ষেত্রেও এ সমস্যা বিরাজমান। তাই সবকিছুরই দাম, মুদ্রাস্ফীতির উপর প্রভাব পড়ছে। এটি বিশ্বের একক অর্থনীতির সবকিছুকে বাধাগ্রস্ত করছে।’
বিএসইসি চেয়ারম্যান বলেন, ‘আমাদের আগের খারাপ সময় কেটে গেছে। আমরা এখন অনেক এগিয়ে আছি। দুই বছর আগে বাংলাদেশ ব্র্যান্ডিং শুরু করেছিল এখন তা একটা ট্রেন্ডিংয়ে পরিণত হয়েছে। এজন্যই ব্লুমবার্গ আমাদের সঙ্গে কাজ করছে।’
তিনি আরও বলেন, ‘আজ অ্যান্ড্রু বগসের প্রেজেন্টেশন দেখেছি। তিনি বাংলাদেশে যেসব ভালো জিনিস দেখেছেন তা স্পষ্টভাবে বলেছেন। পাশাপাশি জরিপের ফলাফল কি তাও জানিয়েছেন। আর মিসেস সুনিতা বাংলাদেশে যা পর্যবেক্ষণ করেছেন তা বলেছেন এবং কেনো তারা এখন বাংলাদেশের সঙ্গে অংশীদারিত্বে কাজ করছেন সেটাও জানিয়েছেন।’
বিএসইসি, ব্লুমবার্গ এল.পি এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের যৌথ উদ্যোগে এ সেমিনারের আয়োজন করা হয়। সেমিনারে বিশেষ অতিথি ছিলেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মাসুদ বিন মোমেন।
অনুষ্ঠানে সূচনা বক্তব্য প্রদান করেন ব্লুমবার্গ মিডিয়া এল.পি এর এপিসিএ মিডিয়া সেলস অ্যান্ড মার্কেটিংয়ের ব্যবস্থাপনা পরিচালক সুনিতা রাজন। আর মূল প্রবন্ধ উপস্থাপন করেন ব্লুমবার্গের আঞ্চলিক কৌশলের প্রধান মি. অ্যান্ড্রু বগস। এছাড়া সরকারি ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ, আর্থিক প্রতিষ্ঠান এবং বাংলাদেশের ব্যবসায়ী সম্প্রদায়ের প্রতিনিধি ও বিশিষ্ট ব্যক্তিরা সেমিনারে উপস্থিত ছিলেন।