বৈশ্বিক বাজারে সোমবার স্থিতিশীল ছিল স্বর্ণের দাম। মূলত নিম্নমুখী মার্কিন ট্রেজারি ইল্ড ও ডলারের বিনিময় মূল্য কিছুটা কমায় বাজারদরে উত্থান-পতন দেখা দেয়নি। এদিকে চলতি সপ্তাহে মার্কিন ফেডারেল রিজার্ভ ব্যাংকের সুদহার ৭৫ বেসিস পয়েন্টে বাড়ানোর কথা রয়েছে। এ সিদ্ধান্তের জন্য অপেক্ষা করছেন পুঁজিবাজারে বিনিয়োগকারীরা। খবর রয়টার্স।
তথ্য বলছে, সোমবার স্পট মার্কেটে মূল্যবান ধাতুটির দাম আউন্সপ্রতি ১ হাজার ৭২৬ ডলার ৯ সেন্টে অপরিবর্তিত ছিল। বিশ্বের শুরুর বেচাকেনায় ধাতুটির দাম দশমিক ৩ শতাংশ কমে গিয়েছিল। তবে গত শুক্রবার ধাতুটির দাম বেড়ে এক সপ্তাহের সর্বোচ্চে পৌঁছেছিল।
অন্যদিকে সোমবার নিউইয়র্ক মার্কেন্টাইল এক্সচেঞ্জে (নিমেক্স) স্বর্ণের ভবিষ্যৎ সরবরাহ মূল্য দশমিক ৩ শতাংশ কমেছে। প্রতি আউন্সের মূল্য স্থির হয়েছে ১ হাজার ৭২২ ডলার ৩০ সেন্টে।
জানা গেছে, প্রতিদ্বন্দ্বী মুদ্রাগুলোর বিপরীতে ডলারের দাম দশমিক ১ শতাংশ কমেছে। এতে ডলারে লেনদেন হওয়া স্বর্ণের দাম অন্য মুদ্রার ক্রেতাদের কাছে কমেছে। এদিকে ১০ বছর মেয়াদি মার্কিন ট্রেজারি ইল্ড আট সপ্তাহের সর্বনিম্নে নেমেছে।
ফেডারেল রিজার্ভ ব্যাংক অব্যাহত সুদের হার বাড়ানোয় এবং ডলারের রেকর্ড মূল্যবৃদ্ধির কারণে মার্চের শুরুর দিকে স্বর্ণের দাম বেড়ে আউন্সপ্রতি ২ হাজার ডলারে উঠে আসে। তবে এরপর থেকে এখন পর্যন্ত ধাতুটির দাম ৩৫০ ডলার বা ১৬ শতাংশ কমেছে।
এনজে