বরিশালের বাকেরগঞ্জ উপজেলায় বরিশাল-কুয়াকাটা মহাসড়কের ফায়ার সার্ভিস সংলগ্ন সড়কে বিআরটিসির বাসের ধাক্কায় অটোরিকশার ৬ যাত্রী নিহতের ঘটনায় বাসটির চালক জাহাঙ্গীর সিকদারকে (৪১) গ্রেপ্তার করেছে র্যাব-৮।
গ্রেপ্তার জাহাঙ্গীর সিকদার বরিশাল জেলার গৌরনদী উপজেলার কাশেমাবাদ গ্রামের আহম্মেদ সিকদারের ছেলে।
মঙ্গলবার (২৬ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৮ এর উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
র্যাব জানায়, গত ২০ জুলাই দুপুরে বাকেরগঞ্জ ফায়ার সার্ভিস সংলগ্ন সড়কে বিআরটিসির বাসের ধাক্কায় অটোরিকশার ছয় যাত্রী নিহত হন। দুর্ঘটনার পর নিহত যাত্রী আমির চৌধুরীর ছেলে জুবায়ের চৌধুরী বাদী হয়ে বাকেরগঞ্জ মডেল থানায় সড়ক পরিবহন আইনে মামলা দায়ের করেন।
এই মামলায় র্যাব-৮ এর একটি দল পালিয়ে থাকা বাসটির চালক জাহাঙ্গীরকে সোমবার রাতে রাজধানীর খিলগাঁও এলাকা থেকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের পর তাকে বাকেরগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান র্যাবের উপ-পরিচালক মেজর মোহাম্মদ জাহাঙ্গীর আলম।
এম জি