চেম্বারস অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ (ডি-৮সিসিআই) প্রতিষ্ঠার রজত জয়ন্তী উদযাপন উপলক্ষ্যে দুই দিনব্যাপী ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁও হোটেলে ‘ডি-৮ সিসিআই বিজনেস ফোরাম অ্যান্ড এক্সপো ২০২২’ শুরু হয়েছে। এক্সপো জোন-এ 'বিল্ড ইন বাংলাদেশ প্যাভিলিয়ন'-এ দেশের অন্যতম বৃহৎ ইলেকট্রনিক পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান মিনিস্টার গ্রুপের স্টল সাজানো হয়েছে।
মিনিস্টার গ্রুপের স্টলটি উদ্বোধন করেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন এবং প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ বিষয়ক উপদেষ্টা সালমান এফ রহমান এমপি।
অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ডি-৮ সিসিআই সভাপতি ও এফবিসিসিআই এর সাবেক প্রেসিডেন্ট শেখ ফজলে ফাহিম, মিনিস্টার গ্রুপের চেয়ারম্যান ও এফবিসিসিআই’র ভাইস প্রেসিডেন্ট এম এ রাজ্জাক খান রাজ, এফবিসিসিআই-এর ভাইস প্রেসিডেন্ট গণ, এফবিসিসিআই-এর পরিচালক সুজীব রঞ্জন দাশসহ অন্যান্য পরিচালক বৃন্দ ও অন্যান্য দেশী, বিদেশি গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠিতব্য এই আয়োজনে বাংলাদেশ, মিশর, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নাইজেরিয়া, পাকিস্তান ও তুরস্কের চেম্বারস অব কমার্সের সভাপতিবৃন্দ, প্রতিনিধি দল, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং ব্যবসায়ী নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
এএ