দেশের সাত পৌরসভা, দুই উপজেলা পরিষদ ও ৬৪টি ইউনিয়ন পরিষদের (ইউপি) বিভিন্ন পদে আজ বুধবার সকাল ৮টা থেকে ভোট গ্রহণ চলছে। এর মধ্যে চার পৌরসভা ও ১৫ ইউপিতে সাধারণ নির্বাচন হচ্ছে। বাকিগুলোর বিভিন্ন পদে উপনির্বাচন হচ্ছে। এতে দুটি ইউনিয়ন পরিষদ ছাড়া বাকিগুলো ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করে ভোট গ্রহণ করা হচ্ছে।
নির্বাচন উপলক্ষে সংশ্নিষ্ট এলাকায় ম্যাজিস্ট্রেট ও আইনশৃঙ্খলা বাহিনীর অতিরিক্ত সদস্য মোতায়েন করা হয়েছে। ইসি সূত্র এ তথ্য জানিয়েছে।
আজ ভোট নেওয়া পৌরসভাগুলো হচ্ছে- জয়পুরহাটের পাঁচবিবি ও ক্ষেতলাল, ঢাকার দোহার ও জামালপুরের দেওয়ানগঞ্জ। এ ছাড়া ফরিদপুরের মধুখালী, চট্টগ্রামের সীতাকুণ্ড ও মেহেরপুরের গাংনী পৌরসভার একটি করে ওয়ার্ডে উপনির্বাচন হচ্ছে। এসব উপনির্বাচনেও ইভিএম ব্যবহার করা হচ্ছে। এদিন মৌলভীবাজারের শ্রীমঙ্গল ও মেহেরপুর সদর উপজেলার ভাইস চেয়ারম্যান পদে উপনির্বাচনে ভোট গ্রহণ হচ্ছে। এ দুটি স্থানে ইভিএম ব্যবহার হচ্ছে।
এনজে