দ. আফ্রিকা যাচ্ছেন সৌম্য-সাব্বিররা

প্রকাশ: ২০১৫-১০-১৩ ২০:০১:১২


south-afr_86771ভারত সফরের ব্যর্থতা ভুলে ভালো করার প্রত্যয় নিয়ে কাল দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে যাচ্ছে বাংলাদেশ ‘এ’ দল। ভারত সফরে পাঁচটি ম্যাচের মধ্যে মাত্র একটিতে জয় পায় টাইগার জুনিয়াররা।

দক্ষিণ আফ্রিকা সফরে ৩টি ওয়ানডে ও একটি ৩দিনের ম্যাচ খেলবেন সৌম্য-লিটনরা। দক্ষিণ আফ্রিকা সফর শেষ করে জিম্বাবুয়ে যাবে ‘এ’ দল।  সেখানে জিম্বাবুয়ে ‘এ’ দলের বিপক্ষে ৩টি একদিনের ম্যাচ ও ২টি চার দিনের ম্যাচ খেলবে বাংলাদেশ। ১৯ নভেম্বর দেশে ফিরে একদিন বিরতি দিয়ে বিপিএলে ব্যস্ত হয়ে পড়বেন তারা।

ভারত সফরে ‘এ’ দলের অধিনায়ক ছিলেন মুমিনুল হক। এ সফরে দলে রাখা হয়নি তাকে। এবার অধিনায়ক করা হয়েছে ভারত সফরে টানা ভালো করা শুভাগত হোমকে। সহ- অধিনায়ক হয়েছেন সৌম্য সরকার।

ভারত সফরে মোটামুটি ভালো করেন লিটন কুমার দাসও। তবে বড় ইনিংস খেলতে পারেননি। দক্ষিণ আফ্রিকা ও জিম্বাবুয়ে সফরে বড় ইনিংস খেলার আশাবাদ ব্যক্ত করলেন লিটন,‘ অনেদ দিন ধরে বড় ইনিংস খেলা হচ্ছে না। আসন্ন সফরে বড় ইনিংস খেলতে চাই।’

বাংলাদেশদল শুভাগত হোম চৌধুরী (অধিনায়ক), সৌম্য সরকার (সহ-অধিনায়ক), সাদমান ইসলাম, রনি তালুকদার, লিটন কুমার দাস, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন সৈকত, মাহমুদুল হাসান, মো. মিঠুন, কামরুল ইসলাম রাব্বি, মোহাম্মদ শহীদ, আল আমিন হোসেন, আবু জায়েদ চৌধুরী রাহি, সাকলাইন সজীব, জুবায়ের হোসেন ও তাইজুল ইসলাম।

সানবিডি/ঢাকা/রাআ