কাতারের ব্যস্ত রাস্তায় বেড়িয়ে পরলো জ্যান্ত বাঘ!! (দেখুন ভিডিওসহ)
আপডেট: ২০১৬-০৩-০৮ ১৯:১১:০৭

কাতারের ব্যস্ত এক মহাসড়কে একটি বাঘের দৌড়ে বেড়ানোর ভিডিও চিত্র সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়ায় বিশ্বজুড়ে ব্যাপক হৈচৈ শুরু হয়েছে।
ইউটিউবে তেইশ সেকেন্ডের একটি ভিডিওচিত্রে দেখা যাচ্ছে উদভ্রান্ত বড়সড় একটি বাঘের বাচ্চা চলন্ত গাড়ির ভেতর দিয়ে পালানোর চেষ্টা করছে।বাঘটির গলায় একটি শেকল। ধারণা করা হচ্ছে, পোষা এই বাঘটি শেকল ছিঁড়ে পালিয়েছে।
এদিকে এই ঘটনার প্রেক্ষিতে কাতারি স্বরাষ্ট্র মন্ত্রণালয় তাদের টুইটার অ্যাকাউন্টে ঘটনাটির ব্যপারে তদন্ত করা হচ্ছে বলে জানিয়েছে।
পরে টুইটারে প্রচার করা ছবিতে দেখা যায়, মাথায় টুপি এবং সাদা লম্বা আলখাল্লা পরা এক ব্যক্তি হাসিমুখে চেনবাঁধা বাঘটিকে নিয়ে দাঁড়িয়ে রয়েছে। ধারণা করা হচ্ছে মালিক বাঘটিকে ধরতে পেরেছেন।
কাতারে ধনীদের মধ্যে বাঘ, সিংহ, চিতাবাঘের মতো হিংস্র বন্য জন্তু পোষার চল রয়েছে। সরকার এ ধরণের বন্যজন্তু বাড়িতে রাখাকে বেআইনি করলেও, অনেকেই তা মানে না।
আইন ভাঙলে এক হাজার কাতারি রিয়াল থেকে ১০,০০০ রিয়াল পর্যন্ত জরিমানার ব্যবস্থা থাকলেও এই আইন বাস্তবায়ন করার নজির তেমন দেখা যায় না।
ভিডিও দেখুন এখানে:
[embedyt] http://www.youtube.com/watch?v=WmbrdXvkbVo[/embedyt]
সূত্র : বিবিসি
সানবিডি/ঢাকা/রাআ







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













