পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি এপেক্স স্পিনিং অ্যান্ড নিটিং মিলস উৎপাদন ক্ষমতা বৃদ্ধি করতে নতুন মেশিন আমদানির সিদ্ধান্ত নিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।
জানা গেছে, কোম্পানিটি জার্মান থেকে ১০টি নিটিং মেশিন আমদানি করবে। প্রতিষ্ঠানটির গাজীপুরের কালিয়াকৈরের চান্দুরার কারখানায় এসব মেশিন স্থাপন করা হবে। মেশিন আমদানিতে এপেক্স স্পিনিংয়ের ব্যয় হবে ৬ কোটি ৬ লাখ ৯২ হাজার টাকা। এ টাকা অর্থায়ন করবে এইচএসবি বাংলাদেশ লিমিটেড।
মেশিনগুলো ২০২২-২০২৩ সালের দ্বিতীয় ত্রৈমাসিকের মধ্যে বাণিজ্যিকভাবে চালু করা হবে এবং তা নিজস্ব প্রয়োজনে ব্যবহার করা হবে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
সানবিডি/এসকেএস