রাজধানীর যাত্রাবাড়ীতে মোটরসাইকেলের পেছন থেকে পড়ে দ্রুতগামী বাসের চাপায় মোছা. মিথিলা আক্তার মিম (১৬) নামের এক মাদরাসাশিক্ষার্থী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর ১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
মিমের বাসা রাজধানীর যাত্রাবাড়ী এলাকায়। তিনি চাঁদপুরের নূর মোহাম্মদের মেয়ে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক (এসআই) মো. আরিফ বলেন, নিহত মিম তার বন্ধুর মোটরসাইকেলে ঘুরতে বের হয়ে সাদ্দাম মার্কেটের সামনে যাওয়া মাত্রই মিম পেছন থেকে রাস্তায় যান পড়ে। পরে শীতল পরিবহনের দ্রুতগামী একটি বাস তাকে চাপা দেয়। দুর্ঘটনার খবর পেয়ে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করি। দ্রুত ঢাকা মেডিকেলে নেওয়া হলে দুপুর ২টার দিকে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এম জি