রাজধানীর ওয়ারী থানার গোপীবাগ রেলগেট বড় মসজিদ সংলগ্ন এলাকার একটি বাসায় অন্তর ইসলাম (২২) নামের এক তৃতীয় লিঙ্গের ব্যক্তি গলায় ফাঁস নিয়ে আত্মহত্যা করেছেন। বৃহস্পতিবার (২৮ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।
জানা গেছে, অন্তরের গ্রামের বাড়ি নোয়াখালী জেলার, সোনাইমুড়ী উপজেলায়। তার বাবার নাম মো. হাকিম সরদার ও মায়ের নাম রাশিদা বেগম। মায়ের সঙ্গে তিনি গোপীবাগ রেলগেট বড় মসজিদ এলাকার ৮৪/১ নম্বর বাসায় থাকতেন।
অন্তরের সহকর্মী নাদিম বলেন, ফ্যানের সঙ্গে ওড়না পেঁচিয়ে গলায় ফাঁস দেওয়া অবস্থায় দেখা যায় তাকে। পরে অচেতন অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
ঢামেক হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঢামেক হাসপাতাল মর্গে রাখা হয়েছে। বিষয়টি সংশ্লিষ্ট থানার কর্মকর্তাকে জানানো হয়েছে।
এম জি