বরিশালের বাকেরগঞ্জ উপজেলার পাণ্ডব নদীতে সিমেন্টবোঝাই একটি ট্রলার ডুবে গেছে।
বৃহস্পতিবার (২৮ জুলাই) রাতে এ দুর্ঘটনা ঘটে বলে বাকেরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলাউদ্দিন মিলন জানান।
থানা সূত্রে আরো জানা যায়, বরিশাল নগরীর অ্যাঙ্কর সিমেন্ট কারখানা থেকে এক হাজার বস্তা সিমেন্ট নিয়ে ট্রলারটি রওনা হয়। উপজেলার কলসকাঠি ইউনিয়নের আরশেদের খেয়াঘাটের নিকটে পৌঁছলে বিপরীতমুখী বাল্কহেডের ধাক্কায় ট্রলারটি ডুবে যায়।
ট্রলারে দুজন যাত্রী ছিল। তারা সাঁতরে তীরে উঠেছেন। এর মধ্যে রিপন নামে একজন আহত হয়েছেন বলে জানা গেছে। তাকে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
ঘটনাস্থল পরিদর্শনকারী বাকেরগঞ্জ থানার এসআই আমিনুল ইসলাম এ তথ্য জানান। তবে ট্রলারটি কোথায় যাচ্ছিল বলতে পারেননি তিনি।
এম জি