জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে টসে হেরে শুরুতে বোলিং করবে বাংলাদেশ। এই ম্যাচের মাধ্যমে জাতীয় দলের হয়ে অধিনায়কত্বের অভিষেক হলো নুরুল হাসান সোহানের।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ টি-২০ ফরম্যাটে বাংলাদেশের নতুন শুরু। ফ্যাব ফোর ছাড়াই খেলছে বাংলাদেশ। এছাড়া সিরিজটি আগামী মাসের শেষে অনুষ্ঠিত এশিয়া কাপের প্রস্তুতির আসরও।
প্রথম টি-২০ ম্যাচে নিয়মিত এক স্পিনার নিয়ে খেলার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। একাদশে আছেন নাসুম আহমেদ। সঙ্গে আছেন তিন পেসার। বাকি চার ওভার সামলানোর দায়িত্ব পার্ট টাইম স্পিনার আফিফ-মোসাদ্দেকের। ব্যাটিং অর্ডারে আছেন নাজমুল শান্ত, মুনিম শাহরিয়ার।
বাংলাদেশ একাদশ: লিটন দাস, এনামুল হক, নাজমুল শান্ত, মুমিন শাহরিয়ার, মোসাদ্দেক হোসেন, আফিফ হোসেন, নুরুল হাসান, নাসুম আহমেদ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, মুস্তাফিজুর রহমান।
এম জি