জিম্বাবুয়ের হারারেতে ৩ ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে স্বাগতিকদের মুখোমুখি হয়েছে বাংলাদেশ দল। নতুন অধিনায়ক নুরুল হাসান সোহানের নেতৃত্বে পরাজয়ের বৃত্ত ভেঙে ঘুরে দাড়ানোর প্রত্যয় টাইগারদের। তবে বল হাতে সুবিধা করতে পারেনি সফরকারীরা।
সিকান্দার রাজা আর ওয়েসলি মাধেভেরে ঝড়ো ফিফটিতে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ২০৫ রানের পুঁজি পেয়েছে জিম্বাবুয়ে। জয়ের জন্য বাংলাদেশ দলের সামনে ২০৬ রানের পাহাড়সম লক্ষ্য।
শনিবার হারারে স্পোর্টিং ক্লাব মাঠে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় জিম্বাবুয়ে।
বাংলাদেশের দুর্বল বোলিং ও ফিল্ডিংয়ের সুবাদে ২০ ওভার শেষে তিন উইকেট হারিয়ে ২০৫ রান করে জিম্বাবুয়ে।
সাকিব আল হাসান, মুশফিকুর রহিম ও মাহমুদউল্লাহ রিয়াদের মতো তারকাদের ছাড়াই শনিবার জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে মুখোমুখি হচ্ছে বাংলাদেশ।
সিরিজ শুরুর আগে শুক্রবার অধিনায়ক নুরুল হাসান সোহান বলেন, জিম্বাবুয়েকে তাদের মাটিতে হারাতে আমাদের সেরা খেলা খেলতে হবে। এটা চ্যালেঞ্জিং। অবশ্যই আমরা যতটা সম্ভব ম্যাচ জিততে চাই।
স্কোর:
জিম্বাবুয়ে: ২০৫/৩ (মাধেভেরে ৬৭* রিটায়ার্ড হার্ট, সিকান্দর রাজা ৬৫*, শন উইলিয়ামস ৩৩, আরভিন ২১, চাকাভা ৮)।
বাংলাদেশ: তাকসিন ৪-০-৪২-০, নাসুম ৪-০-৩৮-০, মোস্তাফিজ ৪-০-৫০-২, মোসাদ্দেক ২-০-২১-১, শরিফুল ৪-০-৪৫-০, আফিফ ১-০-৬-০।
এম জি