সরকার বিদ্যুৎ উৎপাদনের নামে হাজার হাজার কোটি টাকা পাচার করেছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
শনিবার (৩০ জুলাই) দুপুরে বিদ্যুতের লোডশেডিং ও জ্বালানি অব্যবস্থাপনার প্রতিবাদে জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত বিক্ষোভ সমাবেশে তিনি এ অভিযোগ করেন।
মির্জা ফখরুল আরও বলেন, 'অন্যদিকে জ্বালানি হিসেবে এলএনজি-এলপিজি গ্যাস আমদানি করছে। কারা আমদানি করেছে? তাদের আপনারা চেনেন। এরা সব আওয়ামী লীগের ব্যবসায়ী। এভাবে তারা দেশের অর্থনীতিকে ধ্বংস করে দিচ্ছে।'
'বিদ্যুতের লোডশেডিং কেন?' উল্লেখ করে তিনি বলেন, 'তারা শুরু করল বিদ্যুৎ উৎপাদন বাড়াবে এবং এখন যা হিসাব দেখায় তাতে দেখা যায়, প্রয়োজনের অনেক বেশি বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাংলাদেশ এখন তৈরি করেছে। কিন্তু আজকে লোডশেডিং কেন? এর কারণ হচ্ছে- দুর্নীতি-চুরি, মেগা চুরি।'
'ক্যাপাসিটি চার্জ। তারা (সরকার) এই কুইক রেন্টার পাওয়া প্ল্যান্ট ও অন্যান্য বিদ্যুৎ প্ল্যাটের চুক্তি করেছে- যে চুক্তিতে বলা হচ্ছে, বিদ্যুৎ উৎপাদন না করলেও তাদেরকে টাকা দিতে হবে। সেই টাকার হিসাব শুনেন। সামিট গ্রুপ- এটা আজিজ খানের, আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ফারুক খানের বড় ভাই তিনি। এই গ্রুপ ক্যাপাসিটি চার্জ বাবদ ৯ হাজার ২৭৮ কোটি টাকা নিয়ে গেছে। এগ্রিকো ইন্টারন্যাশনাল ৬ হাজার ৯৭০ কোটি টাকা, এরদা পাওয়ার হোল্ডিং ৬ হাজার ৭২০ কোটি টাকা, ইউনাইটেড গ্রুপ ৪ হাজার ৮৮১ কোটি টাকা, কেপিসিএল ৩ হাজার ৬৩৩ কোটি টাকা, বাংলাক্যাট ৩ হাজার ৪৭৪ কোটি টাকা, ওরিয়ন গ্রুপ ৩ হাজার ৪৫২ কোটি টাকা; এরকম ১০টা গ্রুপ হাজার হাজার কোটি টাকা আপনাদের (জনগণ) পকেট থেকে বের করে নিয়ে গেছে।'
তিনি বলেন, 'শুধু তাই না, আজকের পত্রিকায় খবর আছে যা এলার্মিং। আমাদের সমুদ্র থেকে বা আমাদের দেশের মাটি থেকে গ্যাস উত্তোলনের জন্য আমরা একটা সারজার্চ দেই, পয়সা দেই। তা দিয়ে একটা ফান্ড তৈরি করেছিল। সেটার প্রায় আড়াই হাজার কোটি টাকা এই সরকার গ্যাস কেনার জন্য নিয়ে গেছে। এটা আরেক বাটপারি, আরেকটা ডাকাতি।'
এ ছাড়া সরকার দেশের গোটা সড়ক ব্যবস্থাকে নৈরাজ্যের দিকে ঠেলে দিয়েছে বলে অভিযোগ করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
চট্টগ্রামের মীরসরাই উপজেলায় ট্রেনের ধাক্কায় মাইক্রোবাসের ১১ জন শিক্ষার্থী নিহত হওয়ার ঘটনার প্রসঙ্গ টেনে ফখরুল বলেন, 'আমাদের সেতু ও সড়কমন্ত্রী ওবায়দুল কাদের সাহের চমৎকার সুট-কোট পরে খুব সুন্দর করে বলেন যে, আওয়ামী লীগ যেটা করছে সেটা অতীতে কখনো হয় নাই। আপনি তো আজকে গোটা সড়ক ব্যবস্থাকে একটা নৈরাজ্যের মধ্যে ঠেলে দিয়েছেন। প্রতিদিন শত শত মানুষ এই সড়ক দুর্ঘটনায় প্রাণ হারাচ্ছে।'
'গতকালই দেখেছেন যে, আমাদের ছাত্ররা, ১১ জন ছাত্র মাইক্রোবাসে করে যাচ্ছিল, ট্রেন এসে মেরে দিয়ে তাদের সবাইকে হত্যা করেছে। এরকম অসংখ্য নজির প্রতিদিন আমরা দেখতে পাই।'
মির্জা ফখরুল বলেন, 'আজকে এই সরকার যদি ক্ষমতায় থাকে তাহলে এই দেশের যে স্বপ্ন সেই স্বপ্ন ধবংস হয়ে যাবে। আমরা যারা এদেশের মানুষ যারা আজকে ৫০ বছর পরে স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী পালন করি, আমরা আশা করেছিলাম গণতান্ত্রিক দেশ পাব, আমরা আশা করেছিলাম যে এখানে একটা অর্থনৈতিক সমৃদ্ধি আসবে। কিন্তু সব কিছুকে এই আওয়ামী লীগ তাদের চুরি, তাদের ডাকাতি, তাদের লোভ, সেই লোভের কারণে ধ্বংস করে দিয়েছে। এই কর্তৃত্বাবাদী শাসন গণতন্ত্রকে ধ্বংস করে দিয়েছে, বিচার ব্যবস্থাকে ধবংস করেছে, ব্যাংকিং ব্যবস্থা একদম রসাতলে চলে গেছে।'
'এর থেকে দেশকে আমাদের টেনে তুলতে হবে। বিএনপি হচ্ছে সেই দল- যে দল জনগণের দল, বিএনপি হচ্ছে- সেই দল, যে দল জনগণকে স্বপ্ন দেখায়। নিঃসন্দেহে জনগণের আন্দোলনে জয়লাভ করে যদি আমরা সরকার গঠন করতে পারি তাহলে অবশ্যই এসব সমস্যার সমাধান করব এবং এই দেশকে সত্যিকার অর্থেই একটা জনগণের রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করব।'
দক্ষিণ বিএনপির আহবায়ক আবদুস সালামের সভাপতিত্বে ও সদস্য সচিব রফিকুল আলম মজনুর পরিচালনায় আলোচনা সভায় বক্তব্য দেন মহানগর উত্তর বিএনপির আহবায়ক আমান উল্লাহ আমান, বিএনপির কেন্দ্রীয় নেতা মীর সরফত আলী সপু, সেলিমুজ্জামান সেলিম, মীর নেওয়াজ আলী, সাইফুল আলম নিরব, মহানগর দক্ষিণের হাবিবুর রশীদ হাবিব, ইশরাক হোসেন, নবী উল্লাহ নবী প্রমুখ।
এএ