বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয়ে সরকারি আহ্বানে সাড়া দিয়ে বেসরকারি উন্নয়ন সংস্থা ব্র্যাক সপ্তাহে এক দিন (মঙ্গলবার) কর্মীদের ঘরে থেকে (হোম অফিস) কাজের সুবিধাসহ বেশ কিছু পদক্ষেপ নিয়েছে। সোমবার থেকে এসব কার্যক্রম শুরু হবে।
গুরুত্বপূর্ণ কাজ ছাড়া ওইদিন প্রধান কার্যালয় বন্ধ থাকবে। প্রাকৃতিক আলো-বাতাসের সর্বোচ্চ ব্যবহার করা হবে।
শনিবার (৩০ জুলাই) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এসব তথ্য জানানো হয়।
এতে বলা হয়, ব্র্যাকের যানবাহন ব্যবহারে জ্বালানি সাশ্রয় নীতি অনুসরণে কর্মীদের নির্দেশনা দেওয়া হয়েছে। ব্র্যাক কার্যালয়ের লিফট লবির যেসব জায়গায় পর্যাপ্ত সূর্যের আলো থাকে, সে জায়গাসহ পর্যাপ্ত আলোর স্থানে বৈদ্যুতিক বাতি বন্ধ, ছুটির দিনে একটি লিফট চালু, প্রিন্টার, ফটোকপি মেশিন, ওভেন, কেটলির মতো বৈদ্যুতিক যন্ত্র ব্যবহারের পরপরই সুইচ বন্ধ রাখার নির্দেশনা দেওয়া হয়েছে।
বিদ্যুৎ সাশ্রয়ে প্রতিদিন রাত ১০টা থেকে পরদিন সকাল ৭টা পর্যন্ত ব্র্যাক প্রধান কার্যালয়ে ইন্টারনেট ব্যবহার বন্ধ রাখা হবে। বিদ্যুৎ অপচয় রোধে প্রতিটি তলায় সব সময় পর্যবেক্ষণ করবে একটি রক্ষণাবেক্ষণ দল। অফিস শেষে দলটি প্রতিদিন সন্ধ্যা ৬টার মধ্যে পুরো ভবনের বৈদ্যুতিক বাতি, ফ্যান ও এসির সুইচ বন্ধ করবে।
ব্র্যাকের সব ফিল্ড কার্যালয় ও মাঠপর্যায় কর্মীদের একই নির্দেশনা দেওয়া হয়েছে বলে বিবৃতিতে উল্লেখ করেছে ব্র্যাক। একইসঙ্গে প্রতিষ্ঠানটি আশা করছে, এসব পদক্ষেপ বাস্তবায়ন করা গেলে মাসে তাদের অন্তত ২৫ শতাংশ বিদ্যুৎ ও জ্বালানি সাশ্রয় হবে।
এম জি