চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় প্রায় দেড় কোটি টাকার স্বর্ণসহ দুই রোহিঙ্গা নাগরিককে আটক করেছে র্যাব।
শনিবার (৩০ জুলাই) বিকেলে র্যাব-৭-এর জ্যেষ্ঠ সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে একই দিন সকাল ১০টার দিকে উপজেলার জঙ্গল ছলিমপুর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলেন, রোহিঙ্গা নাগরিক আসমত উল্লাহ ও তার মা ছহুরা খাতুন।
সহকারী পরিচালক (মিডিয়া) নুরুল আবছার জানান, গোপন খবরের ভিত্তিতে জঙ্গল ছলিমপুরের একটি ভাড়া বাসা থেকে তাদের আটক করা হয়েছে। ওই বাসা থেকে আটটি স্বর্ণের বার, পাঁচটি চেইন, এক জোড়া বালা, তিন জোড়া কানের দুল, তিনটি স্বর্ণের আংটি ও তিনটি লকেট উদ্ধার করা হয়। এসব স্বর্ণের আনুমানিক মূল্য দেড় কোটি টাকা।
তিনি আরও জানান, আটক দুজনের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।
এম জি