দুই দিনের ব্যবধানে আবারও ইরাকের পার্লামেন্ট ভবনের দখল নিয়েছে বিক্ষোভকারীরা। শনিবার (৩০ জুলাই) সুরক্ষিত গ্রিন জোনের নিরাপত্তা ভেদ করে ভবনে ঢুকে পড়ে শিয়া নেতা মুকতাদা আল সাদরের অনুসারীরা। খবর দ্য গার্ডিয়ানের।
শিয়া নেতা মুকতাদা আল সাদরের অনুসারীদের অনেকে অধিবেশন কক্ষে এমপিদের আসনে বসে ছবি তোলেন। কেউ কেউ আবার উল্লাসে মেতে ওঠেন। সে সময় কোনো আইনপ্রণেতা উপস্থিত ছিলেন না পার্লামেন্টে।
এর আগে, বুধবার (২৭ জুলাই) একই ঘটনা ঘটে দেশটিতে। প্রধানমন্ত্রী পদে মনোনয়ন নিয়ে কয়েকদিন ধরেই রাজপথে আন্দোলন করছে শিয়া নেতা সাদরের সমর্থকরা। এ পর্যন্ত হামলায় বেশকয়েকজন বিক্ষোভকারী ও নিরপাত্তাকর্মী আহত হয়েছেন।
এম জি