জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ বাঁচাতে হলে বাংলাদেশের সামনে দ্বিতীয় ম্যাচে জয় ছাড়া কোনো পথ নেই। একদিন বাদেই বাংলাদেশ সময় বিকেল ৫টায় দ্বিতীয় ম্যাচটি শুরু হবে। এই ম্যাচেও টস হেরে ফিল্ডিং করবে বাংলাদেশ।
অধিনায়ক নুরুল হাসান জানিয়েছেন, তারা আগের ম্যাচের দুর্বল জায়গায় উন্নতি করে জয়ে ফিরতে চান। কিন্তু সোহানদের কাছে সেই উন্নতি আনার সময় কোথায়? প্রথম ম্যাচ শেষে সোহান বলেন, ‘অবশ্যই, দেখুন খুব ভালো ম্যাচ হয়েছে। আমার কাছে মনে হয় ডেথ ওভারে শেষ পাঁচ-ছয় ওভারে খুব ভালো জায়গায় বল করতে পারিনি। তারা খুব ভালো ব্যাট করেছে। এই কিছু জায়গা আছে, যেখানে আমরা উন্নতি করে পরের ম্যাচে নামতে পারি।’
বল হাতে প্রথম ম্যাচে বাংলাদেশের শুরুটা ছিল নিয়ন্ত্রিত। কিন্তু শেষটা ভীষণ এলোমেলো। শেষে চার ওভারে রান দিয়েছে ৬৫। যার মধ্যে শেষ দুই ওভারেই দিয়েছে ৩৮! আর ব্যাটিংয়ে শুরুটা হয়েছে উইকেট হারিয়ে। শেষ দিকে সোহান একাই চেষ্টা করে ব্যবধান ঘুচিয়ে এনেছিলেন, কিন্তু অপর প্রান্তে থাকা কোনও ব্যাটসম্যান হাল ধরতে পারেননি। ফল ১৭ রানে হেরে সিরিজে ১-০তে পিছিয়ে।
এম জি