ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কবি জসীম উদ্দীন হলের বিভিন্ন শিক্ষাবর্ষের মেধাবী ও অসচ্ছল ৩৯ জন শিক্ষার্থীকে ‘প্রভোস্ট উপ-বৃত্তি’ প্রদান করা হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।
রোববার (৩১ জুলাই) কবি জসীম উদ্দীন হল প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মুহাম্মদ আব্দুর রশীদের সভাপতিত্বে হল অডিটোরিয়ামে ওই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ব শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক মাহফুজা খানম বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান প্রধান অতিথির বক্তব্যে উপ-বৃত্তি প্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, এই বৃত্তি প্রদান কার্যক্রম শিক্ষার্থীদের সামাজিক সুরক্ষা নিশ্চিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এর ফলে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীরা উপকৃত হবে এবং অন্যান্য শিক্ষার্থীরা লেখাপড়ায় অনুপ্রাণিত হবে।
অনুষ্ঠান শেষে উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান কবি জসীম উদ্দীন হল প্রাঙ্গণে ‘শেখ রাসেল গার্ডেন’-এ একটি গাছের চারা রোপন করেন।
এএ