বে-মেয়াদি ক্রিডেন্স ফার্স্ট গ্রোথ ফান্ড (সিএফজিএফ) ইউনিট প্রতি ৯ শতাংশ নগদ লভ্যাংশ (৯০ পয়সা) ঘোষণা করেছে। রোববার (৩১ জুলাই) ৩০ জুন, ২০২২ সমাপ্ত বছরের জন্য ট্রাস্টি কমিটির সভায় এ সিদ্ধান্ত গৃহিত হয়।
লভ্যাংশ সংক্রান্ত রেকর্ড ডেট নির্ধারণ করা হয় গত ৩০ জুন, ২০২২।
ক্রিডেন্স অ্যাসেট ম্যানেজমেন্টের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৩০ জুন, ২০২২ সমাপ্ত বছরে বাজার মূল্যের ভিত্তিতে ফান্ডটির ইউনিট প্রতি নিট সম্পদ মূল্য (এনএভি) হয়েছে ১১ টাকা ৭৪ পয়সা ও ইউনিট প্রতি আয় (ইপিইউ) ৭৯ পয়সা।
দক্ষ তহবিল ব্যবস্থাপনা এবং কঠোর গবেষণার দ্বারা পরিচালিত, এ তহবিলটি ধারাবাহিকভাবে ঢাকা স্টক এক্সচেঞ্জের প্রধান সূচককে ছাড়িয়ে যায়।
এ সময়ে তহবিলের ৬.৮২ শতাংশ এনএভি বৃদ্ধি পেয়েছে, যেখানে ডিএসইএক্স, শরিয়াহ সূচক মাত্র ৩.৬৮ শতাংশ বৃদ্ধি পেয়েছে, যা ডিএসইএক্স ইনডেক্সকে ৩.১ শতাংশ ছাড়িয়েছে।
পুঁজিবাজারের সব খবর পেতে জয়েন করুন
Sunbd News–ক্যাপিটাল নিউজ–ক্যাপিটাল ভিউজ–স্টক নিউজ–শেয়ারবাজারের খবরা-খবর
এএ