দাম বাড়ায় গ্যাসের চাহিদা কমেছে ইউরোপে
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-০২ ১৫:৪৯:২৬

রাশিয়া- ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার গ্যাস সরবরাহ বন্ধ হওয়ায় ইউরোপজুড়েই গ্যাসের দাম বেড়েছে। এতে সাম্প্রতিক সপ্তাহগুলোয় গ্যাসের চাহিদা কমেছে বলে জানিয়েছে ফরাসি জায়ান্ট এঞ্জি। ওয়েল প্রাইসের এক প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।
সম্প্রতি এক মার্কিন সংবাদমাধ্যমে দেয়া সাক্ষাত্কারে এঞ্জির শীর্ষ নির্বাহী ক্যাথরিন ম্যাকগ্রেগর জানান, খানা, ছোট ব্যবসাপ্রতিষ্ঠান কিংবা বৃহৎ শিল্পপ্রতিষ্ঠান সব স্তরেই আমাদের গ্রাহকদের গ্যাসের চাহিদা কমেছে। চাহিদা কমার পেছনে ভূমিকা রাখছে জীবাশ্ম জ্বালানিনির্ভরতা কমাতে বিভিন্ন প্রতিষ্ঠানের নেয়া পদক্ষেপ, ইউটিলিটি ও শিল্প খাতের অন্যান্য জ্বালানিনির্ভর হয়ে ওঠা এবং সম্প্রতি মূল্য বৃদ্ধি।
গত জুনে রাশিয়া নর্ডস্ট্রিম দিয়ে গ্যাস সরবরাহ সক্ষমতার ৪০ শতাংশে নামিয়ে আনার পরই ইউরোপে গ্যাসের দাম বাড়তে শুরু করে। চলতি সপ্তাহে আরেক দফা দাম বাড়ে। নর্ডস্ট্রিমে গ্যাস সরবরাহ সক্ষমতার ২০ শতাংশে নিয়ে আসার মস্কোর ঘোষণায় ফের এ মূল্য বৃদ্ধি।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













