ধর্ষণের অভিযোগে টিভি অভিনেতা গ্রেফতার
প্রকাশ: ২০১৬-০৩-১০ ১৮:০৭:৩৭

ধর্ষণের অভিযোগে গ্রেফতার করা হল এক টিভি অভিনেতাকে। তাঁর বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ এনেছেন ৩০ বছর বয়সী এক মহিলা। কমেটি সিরিয়ালের জনপ্রিয় অভিনেতা রেহমান খান।
এছাড়াও আমরা তাঁকে বিভিন্ন সিরিয়ালে বিভিন্ন চরিত্রে অভিনয় করতে দেখেছি। কিন্তু তাঁর বিরুদ্ধে এবার গুরুতর এক অভিযোগ দায়ের হল। তাঁর বিরুদ্ধে ধর্ষণের মতো গুরুতর অভিযোগ আনলেন এক মহিলা।
জানা গিয়েছে, ২৯ ফেব্রুয়ারি মুম্বইয়ের সান্তাক্রুজ পুলিস স্টেশানে অভিনেতা রেহমান খানের বিরুদ্ধে যৌন নির্যাতনের অভিযোগ দায়ের করেন বছর তিরিশের ওই মহিলা। তাঁর অভিযোগের ভিত্তিতেই টিভি অভিনেতা রেহমান খানকে গ্রেফতার করে পুলিস। ঘটনার তদন্ত করছে পুলিস।
সানবিডি/ঢাকা/এসএস







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













