

বুধবার যুক্তরাষ্ট্রের পেনসিলভানিয়া অঙ্গরাজ্যের পিটসবার্গ শহরের একটি পার্টিতে গুলিবিদ্ধ হয়ে ৫ জন মানুষ নিহত হয়েছেন এবং আহত হয়েছেন আরও ৩ জন। নিহতদের ৪ জন ঘটনাস্থলে এবং আরেকজন হাসপাতালে মারা যান।
পেনসিলভানিয়া কর্তৃপক্ষের বরাত দিয়ে বিবিসি জানিয়েছে, দুই জন বন্দুকধারী বাড়ির পেছন দিকের উঠানে চলতে থাকা বারবিকিউ পার্টিতে হামলা করেন। নিহতদের মধ্যে ৪ জনই নারী। হামলাকারীরা এখনো পলাতক।
যুক্তরাষ্ট্রে বন্দুক হামলার ঘটনা ঘটছে প্রতিনিয়ত। এরকম হামলা প্রায়ই বড় আকারে হচ্ছে এখন এবং হতাহতের সংখ্যাও হয়ে দাঁড়াচ্ছে অনেক বেশি। যে কারণে গান কন্ট্রোল বা বন্দুক নিয়ন্ত্রণ আইন এখন খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রে। প্রেসিডেন্ট ওবামা গান কন্ট্রোলে জোর দিতে চাইলেও মার্কিন জনগণের ভেতরে দ্বিধা রয়েছে এখনো।
পুলিশ জানিয়েছে, বন্দুকধারীদের মধ্যে একজন প্রথমে বাড়ির সামনে থেকে গুলি চালাতে শুরু করে। এতে করে মানুষ বাড়ির ভেতরের দিকে পালাতে চেষ্টা করলে দ্বিতীয় আরেকজন বন্দুকধারী ভেতরের উঠোন থেকে গুলি ছোড়ে।