জাবি ক্যাম্পাস মাতাতে আসছে জেমস

প্রকাশ: ২০১৫-১০-১৩ ২০:৫০:৪৬


James of Bangladeshi band Nagar Baul performs during a concert in Dhaka in 2010. Nagar Baul will join many other bands, singers, and performers to mark the Maitree Bandhan Festival, or India-Bangladesh Cultural Festival, which aims to further strengthen the two countries' ties by highlighting shared cultural traditions. [Reuters]

জাহাঙ্গীনগর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস মাতাতে আসছেন নগর বাউল ব্যান্ডের প্রধান গিটারিস্ট এবং ভোকালিষ্ট জনপ্রিয় সঙ্গীত শিল্পী জেমস।

আগামী ১৮ অক্টোবর রোববার বিশ্ববিদ্যালয়ের ৩৮ তম ব্যাচের র‌্যাগ উৎসবের তৃতীয় দিন সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রিয় খেলার মাঠে জেমসের কনসার্টটি অনুষ্ঠিত হবে।

তিন দিনব্যাপি উৎসবের প্রথমদিন ১৬ অক্টোবর শুক্রবার থাকছে ৩৮ তম ব্যাচের শিক্ষার্থীদের পরিবেশনায় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। উৎসবের দ্বিতীয় দিন ১৭ অক্টোবর শনিবার থাকছে র‌্যালি ও নৈশভোজ।

র‌্যাগ-৩৮’র আহ্ববায়ক আসাদুজ্জামান নুহাশ বলেন, ‘অনেক সমস্যা অতিক্রম করে বর্তমানে আমরা র‌্যাগ উৎসব আয়োজনের একটি পর্যায়ে এসেছি। র‌্যাগ উৎসব আয়োজনের জন্য আমারা একসাথে কাজ করছি। সবকিছু ঠিকঠাক থাকলে আশা করছি যথাসময়ে সুন্দরভাবে উৎসব শেষ করতে পারবো।’

সানবিডি/ঢাকা/রাআ/শামীম