ওভারে ৩৪ রান দিয়ে পাঁচ ধাপ পেছালো নাসুম
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০৩ ১৬:১৭:১২

জিম্বাবুয়ের বিপক্ষে সদ্য শেষ হওয়া টি-টোয়েন্টি সিরিজে চরম বাজে পারফরম্যান্স করেছেন বাংলাদেশি স্পিনার নাসুম আহমেদ। তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের দুই ম্যাচে সুযোগ পেয়ে মাত্র ১ উইকেট শিকার করেছিলেন নাসুম।
দুই ম্যাচ মিলিয়ে মাত্র ৬ ওভার বোলিং করার সুযোগ পেয়েছিলেন এই স্পিনার। এই ছয় ওভারে ১৩ ইকোনমি রেটে ৭৮ রান হজম করেছেন নাসুম। গড়ও ৭৮। এরমধ্যে রায়ান বার্লের কাছে ১ ওভারে হজম করেছেন ৩৪ রান। চরম বাজে পারফরম্যান্সের কারণে আইসিসির টি-টোয়েন্টি র্যাঙ্কিংয়ে পাঁচ ধাপ পিছিয়েছেন এই বাঁহাতি স্পিনার।
জিম্বাবুয়ের বিপক্ষে সিরিজ শুরুর আগে ১৬তম অবস্থানে ছিলেন নাসুম। সিরিজ শেষে পাঁচ ধাপ পিছিয়ে ২১তম অবস্থানে নেমে গেছেন এই বোলার। এদিকে সিরিজে না খেলা সাকিব আল হাসানও তিন ধাপ পিছিয়েছেন। বর্তমানে সাকিবের অবস্থান ২৭।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












