পুঁজিবাজারে আসতে পরামর্শ চায় সৌদি আরামকো

প্রকাশ: ২০১৬-০৩-১০ ২০:৫৫:৩৫


saudi-aramco-614x400পুঁজিবাজারে আসার ব্যাপারে আরও একধাপ এগিয়েছে সৌদি আরামকো। কোম্পানিটির কত শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের কাছে থাকবে এবং কখন বাজারে আসবে- সে ব্যাপারে পরামর্শ চেয়েছে কোম্পানিটি। একইসঙ্গে কোন প্রক্রিয়ার মাধ্যমে শেয়ার বিক্রি হবে তাও জানতে চাওয়া হয়েছে। কোম্পানির সঙ্গে সংশ্লিষ্ট এক ব্যক্তির বরাত দিয়ে আজ বৃহস্পতিবার গলফ নিউজের এক খবরে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদনে বলা হয়, প্রাথমিক গণপ্রস্তাব (আইপিও) ও বাজারে আসার প্রক্রিয়ার বিষয়ে পর্যবেক্ষণ করতে আন্তর্জাতিক পরামর্শক প্রতিষ্ঠানের কাছে প্রস্তাব পাঠিয়েছে সৌদি সরকারের মালিকানাধীন বৃহৎ এ তেল কোম্পানি। প্রস্তাবে কত শতাংশ শেয়ার সাধারণ বিনিয়োগকারীদের দেওয়া হবে সে ব্যাপারেও জানতে চাওয়া হয়েছে।

তবে গোপনীয়তার স্বার্থে ব্যক্তিদ্বয়ের নাম উল্লেখ করা হয়নি। এ বছরের প্রথমার্থেই পর্যবেক্ষণের ফলাফল সরকারের কাছে হস্তান্তর করা হতে পারে বলে জানানো হয়েছে। প্রসঙ্গত, অর্থনৈতিক সংস্কারের আওতায় গত জানুয়ারিতে সৌদি আরামকো পুঁজিবাজারে আইপিও ছাড়বে বলে ঘোষণা দেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী প্রিন্স মোহাম্মদ বিন সালমান। পরে কোম্পানিটির পক্ষ থেকে বিষয়টি নিশ্চিতও করা হয়।

সৌদি আররেব সমস্ত অপরিশোধিত জ্বালানি তেল এখন উত্তোলন করছে আরামকো। ফেব্রুয়ারির হিসাবে, বর্তমানে দিনে ১০.২ মিলিয়ন ব্যারেল তেল উত্তোলন করে কোম্পানিটি।

গত দেড় বছরে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের ৭০ শতাংশ দরপতন হয়। এর ফলে মারাত্মক অর্থনৈতিক হুমকির মুখে পড়ে সৌদি আরব। ২০১৫ সালে দেশটির ১ হাজার ডলারের ঘাটতি বাজেট হয়। মূলত, এ পরিস্থিতি থেকে উত্তোরণের অংশ হিসেবে আইপিওতে আসার সিদ্ধান্ত নেয় আরামকো কর্তৃপক্ষ।

সানবিডি/ঢাকা/আহো