কাল ইতালি নেয়া হচ্ছে সিজারের মরদেহ
প্রকাশ: ২০১৫-১০-১৩ ২১:১৬:৪০
রাজধানীর গুলশানে দুর্বৃত্তদের গুলিতে নিহত ইতালি নাগরিক সিজার তাবেলার মরদেহ আগামীকাল বুধবার তার নিজ দেশে নেয়া হচ্ছে। হত্যাকাণ্ডের ১৫ দিন পর মঙ্গলবার সন্ধ্যায় ইতালি দূতাবাস এ সিদ্ধান্ত নিয়েছে। তারা তাদের সিদ্ধান্তের বিষয়টি বাংলাদেশ পুলিশকে জানিয়েছে।
পুলিশের পক্ষ থেকে লাশ হস্তান্তরের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে বলে জানা গেছে। সিজারের লাশ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ মর্গের হিমঘরে রয়েছে।
ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যাম্পের দায়িত্বে থাকা পুলিশ পরিদর্শক মোজাম্মেল হক সাংবাদিকদের জানান, সন্ধ্যায় ইতালীয় দূতাবাস থেকে ফোন করে সিজারের লাশ দেশে নেওয়ার কথা বলেছেন। এজন্য কাল বুধবার সকাল সাড়ে আটটার দিকে মর্গের সামনে পুলিশ উপস্থিত থাকতে বলা হয়েছে।
প্রসঙ্গত, গত ২৮ সেপ্টেম্বর সন্ধ্যায় গুলশান ২ নম্বরের ৯০ নম্বর সড়কের গভর্নর হাউসের সীমানা প্রাচীরের বাইরের ফুটপাতে দুর্বৃত্তদের গুলিতে মারা যান সিজার তাবেলা।
সানবিডি/ঢাকা/রাআ