ওয়ানডে মিশনে জিম্বাবুয়ে-বাংলাদেশ
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০৫ ১২:৪৮:৫৭

জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শেষে ওয়ানডেতে মাঠে নামছে বাংলাদেশ।
আজ (৫ আগস্ট) দুপুর ১টা ১৫ মিনিটে প্রথম ওয়ানডেতে মুখোমুখি হবে দুই দল। টি-টোয়েন্টিতে সিরিজ হারের পর নিজেদের প্রিয় ফরম্যাট ওয়ানডেতে ঘুরে দাঁড়ানোর প্রত্যয় টাইগারদের।
তিন ম্যাচ সিরিজের প্রথম ম্যাচে হারারে স্পোর্টস গ্রাউন্ডে মুখোমুখি হবে দুই দল। সিরিজের অন্য দুটো ম্যাচ হবে যথাক্রমে ৭ ও ১০ আগস্ট।
বাংলাদেশের একমাত্র স্পোর্টস চ্যানেল টি-স্পোর্টস খেলাটি সরাসরি সম্প্রচার করবে।
ওয়ানডে সিরিজ শুরুর আগের দিন বৃহস্পতিবার আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে বাংলাদেশ দলের অধিনায়ক তামিম ইকবাল বলেন, দুই দলের শক্তির বিচারে আমরাই এগিয়ে। তবে ক্রিকেটে নির্দিষ্ট দিনে যে ভালো করবে, জিতবে সেই দলই। যদি ওদের হারাতে চাই, নিজেদের সেরা খেলাটাই খেলতে হবে। নিজেদের কন্ডিশনে জিম্বাবুয়ে বিপজ্জনক দল।
বাংলাদেশের সম্ভাব্য একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), লিটন দাস, নাজমুল হোসেন শান্ত, মাহমুদউল্লাহ রিয়াদ, আফিফ হোসেন, এনামুল হক বিজয়, মোসাদ্দেক হোসেন সৈকত, মেহেদী হাসান, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান ও শরিফুল ইসলাম।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












