যদিও শুরুতে ২ রানে ওপেনার শান মাসুদকে হারিয়ে বিপদে পড়েছিল পাকিস্তান। কিন্তু প্রফেসর খ্যাত মোহাম্মদ হাফিজ ও প্রায় পাঁচ বছর পর টেস্টে ফেরা শোয়েব মালিক মিলে ১৬৮ রানের জুটি গড়লে বিপদ কাটিয়ে বড় ইনিংসের ভিত পায় পাকরা।
মাত্র ২ রানের জন্য হাফিজ সেঞ্চুরি মিস করলেও ১২৪ রানে অপরাজিত আছেন শোয়েব মালিক। ৩৮ রানে আউট হলেও দারুণ কীর্তি গড়েছেন অভিজ্ঞ ইউনুস খান।পাকিস্তান টেস্ট ক্রিকেট ইতিহাসে এতোদিন সবচেয়ে বেশী রান ছিল জাভেদ মিয়ানদাদের (৮৮৩২) দখলে। তাকে টপকাতে ১৯ রান দরকার ছিল ইউনুসের। মিয়ানদাদকে টপকিয়ে নতুন উচ্চতায় ওঠে গেলেন ইউনুস খান।
সানবিডি/ঢাকা/রাআ