তামিমের পর ফিরলেন বিজয়
স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০৭ ১৪:৫০:৩৭

চোটের কারণে নিয়মিত ওপেনার লিটন দাস না থাকায় তিনে ব্যাট করা আনামুল হক বিজয়কে নিয়ে ইনিংস শুরু করেছেন তামিম ইকবাল। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে টসে হেরে ব্যাট করতে নেমে শুরুর ওভার থেকেই চড়াও হয়েছে তামিম।
প্রথম ওভারেই মারেন দুটি চার। এরপর একপ্রান্ত আগলে রেখে একের পর এক বাউন্ডারি হাঁকিয়ে ৪৩ বলে ১০ চার ও এক চক্কায় তুলে নিয়েছেন ফিফটি। তবে বরাবর ৫০ রান করে সাজঘরে ফিরতে হয়েছে তাকে। এরপর ২৫ বলে ২০ রান করে ফেরেন বিজয়।
এই প্রতিবেদন লেখা পর্যন্ত ২০.৫ ওভারে ২ উইকেটে বাংলাদেশের সংগ্রহ ১২০ রান।
হারারেতে সিরিজ বাঁচানোর লড়াইয়ে দুপুরে টস হেরে ব্যাটিং করছে বাংলাদেশ। আগের ম্যাচে ৩০৩ রান করেও জিম্বাবুয়ের কাছে ৫ উইকেটে হেরে যায় বাংলাদেশ। বাংলাদেশ একাদশে এসেছে ৩টি পরিবর্তন। লিটন দাস ও মুস্তাফিজুর রহমান নেই ইনজুরির কারণে। একাদশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম। মোসাদ্দেক হোসেনের বদলে জায়গা হয়েছে হাসান মাহমুদের।
বাংলাদেশ একাদশে তিনটি পরিবর্তন। লিটন দাস ও মুস্তাফিজুর রহমান নেই ইনজুরির কারণে। বাদ পড়েছেন মোসাদ্দেক হোসেন। একাদশে ফিরেছেন নাজমুল হোসেন শান্ত ও তাইজুল ইসলাম ও হাসান মাহমুদ। বাংলাদেশের একাদশে তিনটি পরিবর্তন আসলেও জিম্বাবুয়ের একাদশে এসেছে পাঁচটি পরিবর্তন।
বাংলাদেশের একাদশে দুটি পরিবর্তন আসলেও জিম্বাবুয়ের একাদশে এসেছে পাঁচটি পরিবর্তন। বাদ পড়েছেন মুসাকান্দা, রায়ান বার্ল, নাগারভা, ওয়েলিংটন মাসাকাদজা এবং মিল্টন শুম্বা। একাদশে ফিরেছেন তিদওয়ানশে মারুমনি, তাকুদজোয়ানসে কাইতানো, টনি মুনিওঙ্গা, ব্র্যাড ইভান্স এবং তানাকা চিভাঙ্গা।
আজকের ম্যাচটা বাংলাদেশের জন্য শুধু সিরিজ বাঁচানোর নয় বরং গত আট বছরে একটি ওয়ানডে সিরিজও না হারা বাংলাদেশের জন্য মান বাঁচানোর লড়াইও।
বাংলাদেশ একাদশ: তামিম ইকবাল (অধিনায়ক), আনামুল হক, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, মাহমুদউল্লাহ, আফিফ হোসেন, মেহেদি হাসান মিরাজ, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম, তাইজুল ইসলাম, হাসান মাহমুদ।
জিম্বাবুয়ে একাদশ: তাকুদজওয়ানাশে কাইতানো, তাদিওয়ানাশে মারুমানি, ইনোসেন্ট কাইয়া, ওয়েসলি মাধভেরে, সিকান্দার রাজা, রেজিস চাকাবভা(উইকেট রক্ষক/অধিনায়ক), টনি মুনিওঙ্গা, লুক জংওয়ে, ব্র্যাড ইভান্স, ভিক্টর নায়ুচি ও তানাকা চিভাঙ্গা।
এম জি







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












