দ্বিতীয় বিভাগের ফুটবলে থাকছে সাইফ স্পোর্টিং

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০৭ ২০:৩৫:৪২


বাংলাদেশ প্রিমিয়ার লিগ না খেললেও দ্বিতীয় বিভাগে খেলার সিদ্ধান্ত নিয়েছে সাইফ স্পোর্টিং ক্লাব।

এরআগে গত ৩ আগস্ট বাংলাদেশ ফুটবল ফেডারেশনের সভাপতি বরাবর চিঠি দিয়ে সব ধরনের ফুটবলীয় কার্যক্রম থেকে নিজেদের গুটিয়ে দেওয়ার ঘোষণা দিয়েছিল ক্লাবটি।

দ্বিতীয় বিভাগে খেলার কথা জানিয়ে বাফুফে ও মহানগরী ফুটবল লিগ কমিটির কাছে চিঠিও দিয়েছে ক্লাবটি।

এ বিষয়ে সাইফ স্পোর্টিং ক্লাবের ব্যাবস্থাপনা পরিচালক শেখ মোহাম্মদ মারুফ হাসান বলেছেন, দ্বিতীয় বিভাগে নিবন্ধিত খেলোয়াড়দের ভবিষ্যত ও মানবিক দিক বিবেচনা করে সাইফ স্পোর্টিং ক্লাব দ্বিতীয় বিভাগ লিগ খেলার আগ্রহ প্রকাশ করেছে। এ বিষয়ে আমরা বাফুফে ও মহানগরী ফুটবল লিগ কমিটিকে চিঠিও দিয়েছি।

তবে ক্লাবটির এই সিদ্ধান্তের ফলে তাদের প্রিমিয়ার লিগে অংশ গ্রহণে কোন সবুজ সঙকেত কিনা সে বিষয়ে কিছু বলেনি তারা।

এম জি