

শুরুতেই ৪ উইকেট হারিয়ে ধুঁকছিল জিম্বাবুয়ে। সেখান থেকে ‘যথারীতি’ তাদের টেনে তুলছেন অলরাউন্ডার সিকান্দার রাজা ও রেজিস চাকাভা। দু’জনই সেঞ্চুরি করে দলকে জয়ের বন্দরে নিয়ে যাচ্ছেন। দুজনের ব্যাটে বাংলাদেশের দেওয়া ২৯১ রানের লক্ষ্যের কাছাকাছি এখন জিম্বাবুয়ে।
রাজা ১১৮ বলে ১০৭ এবং চাকাভা ৭৫ বলে ১০২ রান সংগ্রহ করেছেন। যদিও শতক পূর্ণ করার পর মিরাজের বলে তামিমের হাতে ক্যাচ তুলে আউট হয়েছেন চাকাভা।
টস হেরে আগে ব্যাটিং করে নির্ধারিত ৫০ ওভারে ৯ উইকেটে ২৯০ রান করে বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদের অপরাজিত ৮০* এবং অধিনায়ক তামিম ইকবালের অর্ধশতকে ভর করে এই সংগ্রহ পায় সফরকারীরা।
সেই রান তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় জিম্বাবুয়ে। মাত্র ১৩ রানেই ২ উইকেট হারিয়ে বসে তারা। ইনিংসের প্রথম ও তৃতীয় ওভারে উইকেট দুটি তুলে নেন হাসান মাহমুদ। এরপর দলীয় ২৭ ও ৪৯ রানে আরও ২ উইকেট খোয়া যায় স্বাগতিকদের।
এম জি