জিডিটি নিলামে ৫ শতাংশ দাম কমেছে দুগ্ধপণ্যের

সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-০৮ ০৯:২৯:৫৯


দুগ্ধপণ্যের বৈশ্বিক মূল্যসূচক গ্লোবাল ডেইরি ট্রেডের (জিডিটি) সর্বশেষ নিলামে আবারো কমেছে। এ নিয়ে চতুর্থবারের মতো মূল্যসূচক কমেছে। নিলামে সব ধরনের পণ্যের দামই কমবেশি কমেছে।

জিডিটি মূল্যসূচক অনুযায়ী, সর্বশেষ নিলামে দুগ্ধপণ্যের বৈশ্বিক মূল্যসূচক আগের নিলামের তুলনায় ৫ শতাংশ কমেছে। প্রতি টনের গড় মূল্য দাঁড়িয়েছে ৩ হাজার ৯১৩ ডলারে। এর আগের নিলামেও মূল্যসূচক ৫ শতাংশ কমেছিল।

এবার সর্বোচ্চ ২৮ হাজার ৭০০ টন দুগ্ধপণ্য সরবরাহ করা হয়। এর মধ্যে বিক্রি হয়েছে ২৭ হাজার ৫০০ টন। নিলামে অংশ নিয়েছেন ১৬১ জন ব্যবসায়ী ও প্রতিষ্ঠান। এর মধ্যে বিজয়ী হয়েছেন ১২০ জন।

এনজে