নাটকের অবসান ঘটিয়ে ভারতে যাচ্ছে পাকিস্তান

প্রকাশ: ২০১৬-০৩-১১ ২১:৪৬:৫০


afridi-1424931364_104393অনিশ্চয়তার সব মেঘ কেটে গেছে। টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে অবশেষে ভারতে পা রাখতে যাচ্ছে পাকিস্তান ক্রিকেট দল। শুক্রবার বিকেলে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী রাজনাথ সিংয়ের কাছ থেকে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থার আশ্বাস পাওয়ার পরপরই পাকিস্তান ক্রিকেট দলকে ভারতে উড়ে যাওয়ার সবুজ সংকেত দিয়েছে ইসলামাবাদ। সবকিছু ঠিক থাকলে আগামীকাল শনিবার সকালেই ভারতে পৌঁছতে পারে পাকিস্তান ক্রিকেট দল।
পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী চৌধুরী নিসার আলী খান বলেন, ‘আমরা আসলে ভারত সরকারের কাছ নিরাপত্তার নিশ্চয়তা চাচ্ছিলাম। এত দিন এ ব্যাপারে নিশ্চয়তা না পাওয়ায় আমরা ক্রিকেট দল (পুরুষ ও নারী) পাঠাতে পারছিলাম না।’ এর আগে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘ভারতে পাকিস্তান ক্রিকেট দল পূর্ণ নিরাপত্তা পাবে। কেবল পাকিস্তানই নয়, ভারতের মাটিতে যে দলই খেলতে আসুক নিরাপত্তার ব্যাপারে তারা দুশ্চিন্তামুক্ত থাকতে পারে।’
ভারতের বিপক্ষে ধর্মশালার ম্যাচটি ঘিরেই অনিশ্চয়তা ডালপালা মেলেছিল। টি-টোয়েন্টি বিশ্বকাপের ফিকশ্চার অনুযায়ী ভারত-পাকিস্তান ম্যাচটি প্রথমে ধর্মশালায় অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও এই শহরের নিরাপত্তা-পরিস্থিতি কখনোই নিজেদের অনুকূলে ভাবেনি পাকিস্তান। বিশেষ করে হিমাচল প্রদেশের রাজ্য সরকার আলাদাভাবে পাকিস্তান ক্রিকেট দলকে নিরাপত্তা দিতে রাজি না হওয়ায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করে।
পাকিস্তান সরকারের পাঠানো নিরাপত্তা প্রতিনিধি দলও ধর্মশালাকে ‘অনিরাপদ’ আখ্যা দিয়ে প্রতিবেদন জমা দিলে এই ম্যাচের ভেন্যু পরিবর্তনের শর্তের ওপর নির্ভরশীল হয়ে পড়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের অংশগ্রহণ। পাকিস্তান স্পষ্টই জানিয়ে দেয়, ভারতের বিপক্ষে ম্যাচের ভেন্যু পরিবর্তন না হলে ভারত যাবে না পাকিস্তান। পাকিস্তানের এই শর্তের মুখে বেশ দ্রুতই বদলে দেওয়া হয় ভারত-পাকিস্তান ম্যাচের মাঠ। আগামী ১৯ মার্চ ম্যাচটির নতুন পরিবর্তিত ভেন্যু এখন কলকাতা।
তবু অনিশ্চয়তা ছিল। পাকিস্তান সরকার ক্রিকেট দলের জন্য চাচ্ছিল কেন্দ্রীয় সরকারের কাছ থেকে নিরাপত্তার নিশ্চয়তা। শুক্রবার বিকেলে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর আশ্বাসের পরপরই ভারতে দল পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে পাকিস্তান সরকার। পশ্চিমবঙ্গ রাজ্য সরকারও পাকিস্তান ক্রিকেট দলের পূর্ণ নিরাপত্তার নিশ্চয়তা দিয়েছে। সূত্র: এনডিটিভি।