
[caption id="attachment_21308" align="aligncenter" width="680"]
Indian groundstaff cover the wicket as rain falls ahead of the World T20 cricket tournament qualifying match between Oman and The Netherlands at The Himachal Pradesh Cricket Association Stadium in Dharamsala on March 11, 2016. / AFP / STR (Photo credit should read STR/AFP/Getty Images)[/caption]
তামিম ইকবালের ঝোড়ো ব্যাটিংয়ের পর বৃষ্টির কারণে পরিত্যক্ত হয়ে গেল বাংলাদেশ-আয়ারল্যান্ড ম্যাচ। ১৩ ওভারে নেমে আসা ম্যাচে বৃষ্টিতে খেলা বন্ধ হওয়ার আগে ৮ ওভারে ২ উইকেটে ৯৪ রান করেছিল বাংলাদেশ। তামিম মাত্র ২৬ বলে ৪ ছক্কা ও ৩ চারে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলে আউট হওয়ার পরই নামা বৃষ্টিতে ম্যাচ পরিত্যক্ত হয়ে যায়।
বৃষ্টির কারণে বাংলাদেশ সময় রাত ৮টার ম্যাচ শুরু হয় পৌনে ১০টায়। প্রতিটি ইনিংস ১২ ওভার করে খেলার সিদ্ধান্ত হয়। টস হেরে ব্যাট করতে নেমে তামিম ইকবাল ও সৌম্য সরকারের উদ্বোধনী জুটি বাংলাদেশকে উড়ন্ত সূচনা এনে দেয়। ধর্মশালায় প্রকৃতির বৃষ্টির পর চার-ছক্কার বৃষ্টি নামান তামিম-সৌম্য। দুজন মিলে ৪ ওভারেই ৫২ রান তোলেন। ৬১ রানের উদ্বোধনী জুটি গড়ে পঞ্চম ওভারে স্টাম্পড হয়ে ফেরার সময় সৌম্যর নামের পাশে ১৩ বলে ২০ রান।
এরপর সাব্বির রহমানের সঙ্গে ২০ বলে ৩৩ রানের জুটি গড়েন তামিম। ডকরেলের বলে পোর্টারফিল্ডকে ক্যাচ দিয়ে ফেরার সময় মাত্র ২৬ বলে ৪ ছক্কা ও ৩ চারে ৪৭ রানের ঝোড়ো ইনিংস খেলেন তামিম, স্ট্রাইক রেট ১৮০.৭৬। আর তামিম আউট হওয়ার পরই ধর্মশালায় আবার বৃষ্টি হানা দেয়। যে বৃষ্টিতে পরে আর খেলা হয়নি। সাব্বির রহমান ৯ বলে ১৩ রানে অপরাজিত ছিলেন।