যেভাবে মূলপর্বে যাবে বাংলাদেশ
আপডেট: ২০১৬-০৩-১১ ২৩:৫২:০৬


হল্যান্ড-ওমানের মধ্যে প্রথম ম্যাচটি বাতিল হয়ে গেছে। এরপর বাতিল হলো আইরিশদের সঙ্গে বাংলাদেশের ম্যাচটিও। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীদের কাছে এখন এই প্রশ্নটাই বড় হয়ে দাঁড়াচ্ছে, বাংলাদেশ মূল পর্বে যেতে বৃষ্টি বাধা হয়ে দাঁড়ালো কি?
আজকের ম্যাচ বাতিল হওয়ার পর কী দাঁড়ালো সমীকরণটা?
আয়ারল্যান্ডের সঙ্গে বাংলাদেশর ম্যাচ বাতিল হওয়ায় তিন পয়েন্ট নিয়ে গ্রুপে শীর্ষে চলে এসেছে বাংলাদেশ।আবার হল্যান্ডের সঙ্গে ম্যাচটিতে এক পয়েন্ট পাওয়ায় ওমান বাংলাদেশের সমান অর্থাৎ তিন পয়েন্ট নিয়েও রানরেটে দ্বিতীয় অবস্থানে রয়েছে।
বাংলাদেশের পরবর্তী ম্যাচ এই ওমানের সঙ্গেই। সেই ম্যাচে যে জিতবে সেই যাবে মূল পর্বে। অর্থাৎ এই গ্রুপের ফাইনাল ম্যাচ বলা যায় সেটিকে। তবে আবহাওয়ার পূর্বাভাস বলছে আগামী ১৩ মার্চ ঔ ম্যাচের দিনও বৃষ্টি হতে পারে। তাহলে? এক্ষেত্রে সেই বৃষ্টি সৌভাগ্যই এনে দেবে মাশরাফিদের। তবে মাশরাফিরা নিশ্চয়ই চাইবে না ওমানের মতো একটি দলকে বৃষ্টিভাগ্য দিয়ে হারিয়ে মূল পর্বে যেতে। বাংলাদেশের দর্শকরাও দেখতে চাইবে তামিমদের চার-ছক্কার বৃষ্টি। আকাশের বৃষ্টি নয়।
‘এ’ গ্রুপের পয়েন্ট টেবিল
ম্যাচ জয় হার টাই পরিত্যাক্ত পয়েন্ট নেট রানরেট
বাংলাদেশ ২ ১ ০ ০ ১ ৩ +০.৪০০
ওমান ২ ১ ০ ০ ১ ৩ +০.২৮৩
হল্যান্ড ২ ০ ১ ০ ১ ১ -০.৪০০
আয়ারল্যান্ড ১ ০ ১ ০ ০ ০ -০.২৮৩







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












