সিআরপি প্রতিষ্ঠাতা ও সমন্বয়কারী ভেলরী এ টেলরের সভাপতিত্বে অনুষ্ঠানের উদ্বোধন করেন সমাজ কল্যাণ মন্ত্রণালয়ের সচিব ড. চৌধুরী মোঃ বাবুল হাসান।
এ সময় বিশেষ অতিথি ছিলেন জাতীয় প্রতিবন্ধী উন্নয়ন ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক নাসরীন আরা সুরাত আমিন এবং আইসিআরসির ডেপুটি হেড অব ডেলিগেশন বরিস কেলেসেভিক।
এ সময় টেলর বলেন, প্রতিবন্ধী ব্যক্তিদের সমসুযোগ, সমঅংশগ্রহণ, সমঅধিকার এবং মর্যাদাপূর্ণ জীবনযাপনের লক্ষ্যে তাদের স্বাস্থ্যসেবা এবং পুনর্বাসন নিশ্চিতকল্পে সিআরপি কাজ করে আসছে।
পাবলিকেশন ও কমিউনিকেশন অফিসার রোকসানা পারভীন বলেন, আজকে আমাদের সিআরপির উন্মোক্ত দিবস (ওপেন ডে)। প্রতি বছর আমরা এ দিবসটি পালন করি। সবার সাথে আমাদের পরিচিতির জন্য আমরা এটা করে থাকি। এ জন্য যে সেবাগ্রহীতা, দাতা, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীসহ সাধারণ মানুষের মাঝে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কে জনসচেতনতা বাড়ে।
তিনি বলেন, এখানে আমরা সেবার পাশা-পাশি রোগীকে নানাভাবে কাউন্সিলিং করে থাকি। যেন তারা মানসিকভাবে ভেঙ্গে না পরে। তারপর আমরা তাদের যোগ্যতানুসারে প্রশিক্ষণ দিয়ে প্রতিষ্ঠিত করার চেষ্টা করে থাকি।
তিনি বলেন, আমরা সিআরপি মানুষের সেবায়, মানুষের পাশে সব সময় আছি, থাকবো।
এ লক্ষ্যে বছরের একটি নির্দিষ্ট দিন সিআরপি তার সেবাগ্রহীতা, দাতা, স্বেচ্ছাসেবক ও শুভানুধ্যায়ীসহ সাধারণ মানুষের মাঝে প্রতিবন্ধী ব্যক্তিদের অধিকার সম্পর্কে জনসচেতনতা ও নতুনদের তার সেবা ও কার্যক্রম আরও বেশি অবহিত করার জন্য আয়োজন করে থাকে বার্ষিক উন্মুক্ত দিবস।
সানবিডি/ঢাকা/এসএস