গম আমদানিতে ৪০ শতাংশ শুল্ক প্রত্যাহার করছে ভারত

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-১১ ০৯:২৭:১৯


গম আমদানিতে আরোপিত ৪০ শতাংশ শুল্ক প্রত্যাহার করতে যাচ্ছে ভারত। পাশাপাশি ব্যবসায়ীদের জন্য গমে মজুদ সীমাও কমাতে পারে দেশটির সরকার। উদ্দেশ্য বিশ্বের দ্বিতীয় শীর্ষ গম উৎপাদক দেশটিতে ক্রমবর্ধমান মূল্যবৃদ্ধির লাগাম টেনে ধরা। ভারতের সরকারি কর্মকর্তা ও ব্যবসায়ীরা এ তথ্য জানিয়েছেন। খবর রয়টার্স।

দেশটির বাণিজ্য মন্ত্রণালয় জানায়, গম থেকে উৎপাদিত ময়দা ও সুজিসহ বেশকিছু পণ্য রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করতে পারে ভারত। ১৪ আগস্ট থেকে এ সিদ্ধান্ত কার্যকর হওয়ার কথা।

চলতি বছরের মে মাসে গম রফতানিতে নিষেধাজ্ঞা আরোপ করে ভারত। তীব্র দাবদাহে শস্যটির উৎপাদন ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহে টান পড়ার আশঙ্কা দেখা দেয়। ফলে স্থানীয় চাহিদা মেটানো ও দাম নিয়ন্ত্রণে রাখার উদ্দেশ্যে রফতানি বন্ধ ঘোষণা করা হয়। এর পরও স্থানীয় বাজারে শস্যটির দাম অব্যাহতভাবে বাড়ছে। এমনকি আন্তর্জাতিক বাজারের চেয়ে ভারতে গমের দাম বেশি। ফলে ব্যবসায়ীরা শস্যটি আমদানি করতে পারছেন না।

সরকার শুল্ক প্রত্যাহার করলে এবং আন্তর্জাতিক বাজারে দাম কমে এলে আবারো আমদানিতে ফেরার প্রত্যাশা করছেন ব্যবসায়ীরা। বিশেষ করে আসন্ন উৎসবের মৌসুমে যখন শস্যটির চাহিদা আকাশচুম্বী হয়ে উঠবে, তখন আমদানি শুল্ক সুবিধা পেলে ব্যবসায়ীদের জন্য বিদেশ থেকে গম কেনার পথ সহজ হবে।

এনজে