বৈশ্বিক বাজারে ১ শতাংশ কমেছে আকরিক লোহার দাম
সান বিডি ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১১ ১১:৩৬:৩৮

বৈশ্বিক বাজারে কমেছে আকরিক লোহার ভবিষ্যৎ সরবরাহ মূল্য। চীনের কভিড-১৯ ভাইরাসের নতুন ধাক্কা ও ইস্পাতের দুর্বল চাহিদার কারণে ধাতুটির বাজারে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। খবর নাসডাক।
চীনের ডালিয়ান কমোডিটি এক্সচেঞ্জে আগামী বছরের জানুয়ারিতে সরবরাহ চুক্তিতে আকরিক লোহার দাম ১ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ৭২৬ ইউয়ান বা ১০৭ ডলার ৫৩ সেন্টে। এর আগের কার্যদিবসে ধাতুটির দাম ৭৫৫ ইউয়ান পর্যন্ত উঠেছিল।
অন্যদিকে সিঙ্গাপুর এক্সচেঞ্জে ইস্পাত উৎপাদনের কাঁচামালটির দাম সেপ্টেম্বরে সরবরাহ চুক্তিতে ১ দশমিক ১ শতাংশ কমেছে। প্রতি টনের মূল্য স্থির হয়েছে ১১০ ডলার ৪০ সেন্ট। এর আগের দুই কার্যদিবসে ধাতুটির দাম ঊর্ধ্বমুখী ছিল।
বর্তমানে বিশ্বের শীর্ষ ইস্পাত উৎপাদক দেশ চীন। দেশটি কভিড নিয়ন্ত্রণে জোর প্রচেষ্টা চালাচ্ছে। এ পরিস্থিতিতে দেশটিতে ইস্পাত উৎপাদন ও চাহিদা কমেছে। অন্যদিকে দেশটির প্রপার্টি খাতে অর্থ সংকটও ইস্পাতের চাহিদায় নেতিবাচক প্রভাব ফেলেছে। ইস্পাতের চাহিদা কমায় ধাতুটির কাঁচামাল আকরিক লোহার চাহিদাও কমেছে।
এদিকে সাংহাই ফিউচারস এক্সচেঞ্জে রডের দাম দশমিক ১ শতাংশ বেড়েছে। তবে হট রোলড কয়েলের দাম কমেছে দশমিক ১ শতাংশ। স্টেইনলেস ইস্পাতের দাম ২ দশমিক ৭ শতাংশ কমেছে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













