হতাশার সফর শেষে দেশে ফিরলো টাইগাররা

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১২ ১৮:৩৭:৩৪


জিম্বাবুয়ে সফর শেষে দেশে ফিরেছে বাংলাদেশ ক্রিকেট দল। শুক্রবার (১২ আগস্ট) বিকেল ৫টা ১৫ মিনিটে খেলোয়াড়দের বহন করা বিমান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

এবারের জিম্বাবুয়ে সফর টাইগারদের জন্য অন্যরকম অভিজ্ঞতার। যেভাবে অর্জনের সম্ভাবনা নিয়ে দেশ ছেড়েছিলো সেটা আর স্পর্শ করার সুযোগ হলো না। তাই এটাকে হতাশার সিরিজও বলা চলে।

তাদের কাছে ৯ বছর পর ওয়ানডে সিরিজ হেরেছে বাংলাদেশ। টি-টোয়েন্টি সিরিজে ২-১ ব্যবধানে হারের পর ওয়ানডে সিরিজও একই ব্যবধানে হেরে যায় টাইগাররা।

দেশে ফেরার পর খুব বেশি বিশ্রাম মিলবে না টিম বাংলাদেশের।  শিগগিরিই শুরু হবে এশিয়া কাপের প্রস্তুতি। আগামী ২৭ আগস্ট আরব আমিরাতে বসবে টি-টোয়েন্টি ফরম্যাটের এবারের এশিয়া কাপ।

৫ আগস্ট হারারে স্পোর্টস ক্লাব মাঠে প্রথম ওয়ানডেতে ৫ উইকেটে হার মানে বাংলাদেশ। তারপর দ্বিতীয় ম্যাচেও একই ব্যবধানে পরাজিত হয়ে সিরিজ হাতছাড়া করে তামিমের দল। শেষ ম্যাচে অবশ্য ১০৫ রানের বড় ব্যবধানে জিতেছে সফরকারীরা।

এম জি