প্রস্তুতি ম্যাচে বাংলাদেশের নারীদের বড় জয়
প্রকাশ: ২০১৬-০৩-১২ ১৮:৩২:২৯

আইসিসি নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড নারী দলের বিরুদ্ধে আট উইকেটের বড় জয় পেয়েছে বাংলাদেশ নারী দল। শনিবার ব্যাঙ্গালোরে অনুষ্ঠিত ম্যাচে আইরিশ নারীদের দেয়া ৭৩ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে ১২.৩ ওভারে ২ উইকটে হারিয়ে জয় পায় জাহানারা আলমরা।
দলের পক্ষে ওপেনার শারমিন আখতার ৩৬ রান করে অপরাজিত থাকেন। জাহানারা আলম অপরাজিত থাকেন ১৬ রান করে। আর আয়েশা রহমান ১১ ও সানজিদা ইসলাম ১০ রান করেন।
এর আগে টস জিতে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেট হারিয়ে ৭২ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড নারী দল। আইরিশ নারীদের পক্ষে সর্বোচ্চ ১৭ রান করেন লরা ডিলানি।
বাংলাদেশ নারী দলের পক্ষে রুমানা আহমেদ ৪টি, খাদিজা তুল কুবরা ১টি, নাহিদা আক্তার ১টি, লতা মন্ডল ১টি, সালমা খাতুন ১টি ও জাহানারা আলম ১টি করে উইকেট নেন।
সানবিডি/ঢাকা/আহো







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন












