
দিনাজপুরের হিলি স্থলবন্দরে আমদানি বাড়লেও ডলারের দাম বৃদ্ধি ও ভারতে দাম বাড়ার অজুহাতে মাত্র দুদিনের ব্যবধানে পাইকারিতে পেঁয়াজের দাম বেড়েছে কেজিতে ৫ টাকা। দুদিন আগে বন্দরে প্রতি কেজি ইন্দোর জাতের পেঁয়াজ ২৪-২৫ টাকায় বিক্রি হলেও বর্তমানে তা বেড়ে ২৯-৩০ টাকা দরে বিক্রি হচ্ছে। আবার পেঁয়াজের দাম বাড়ায় বিপাকে পড়েছেন নিম্ন আয়ের মানুষসহ বন্দরে পেঁয়াজ কিনতে আসা পাইকাররা।
এ বিষয়ে হিলি স্থলবন্দরের জনসংযোগ কর্মকর্তা সোহরাব হোসেন জানান, বন্দর দিয়ে পেঁয়াজ আমদানি অব্যাহত। আশুরা উপলক্ষে একদিন বন্ধের পর ১০ আগস্ট বুধবার বন্দর দিয়ে ১৩টি ট্রাকে ৩৭৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে। বৃহস্পতিবার একদিনেই বন্দর দিয়ে ৩৯টি ট্রাকে ১ হাজার ১৯৮ টন পেঁয়াজ আমদানি হয়েছে।
এনজে