৭৫ শতাংশ জিরা আমদানি কমেছে ভোমরায়
নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-১৪ ০৯:০২:৪২

চলতি অর্থবছরের প্রথম মাসে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর দিয়ে জিরা আমদানি গত বছরের একই সময়ের তুলনায় প্রায় ৭৫ শতাংশ কমেছে। আমদানিকারক ও ব্যবসায়ী বলছেন, দেশীয় বাজারে জিরার চাহিদা কমে যাওয়ায় আমদানিতে নিম্নমুখী প্রবণতা দেখা দিয়েছে। এদিকে জিরা আমদানি কমে যাওয়ায় রাজস্বও কমেছে বলে জানান বন্দরসংশ্লিষ্টরা।
এ বিষয়ে ভোমরা শুল্ক স্টেশনের রাজস্ব শাখা থেকে জানা গিয়েছে, চলতি অর্থবছরের প্রথম মাসে (জুলাই) এ বন্দর দিয়ে ১৩৭ টন জিরা আমদানি হয়েছে, যার মূল্য ২ কোটি ৪১ লাখ টাকা। যেখান থেকে সরকারের রাজস্ব আয় হয়েছে ১ কোটি ২৯ লাখ টাকা। গত অর্থবছরের একই সময় জিরা আমদানি হয়েছিল ৬৩৫ টন। আমদানীকৃত জিরার মূল্য ছিল ১০ কোটি ২০ লাখ টাকা। যেখান থেকে সরকারের রাজস্ব আয় হয়েছিল ৫ কোটি ৪৭ লাখ টাকা।
ভোমরা স্থলবন্দরের সিঅ্যান্ডএফ এজেন্ট ব্যবসায়ী অ্যাসোসিয়েশনের কাজি দিলওয়ার নওশাদ রাজু জানান, উচ্চ শুল্কযুক্ত মসলাপণ্যের মধ্যে এ বন্দর দিয়ে কেবল জিরা আমদানি হয়। কিন্তু জিরার পাশাপাশি এলাচ, দারচিনি, লবঙ্গসহ অন্যান্য গরম মসলা আমদানির আমদানির সুযোগ দিলে সরকারের রাজস্ব বাড়ার পাশাপাশি ব্যবসায়ীরাও লাভবান হবেন। এছাড়া দামও কমে আসবে।
ভোমরা শুল্ক স্টেশনের দায়িত্ব থাকা কাস্টমসের বিভাগীয় সহকারী কমিশনার আমীর মামুন জানান, গত অর্থবছরের তুলনায় চলতি বছর জিরা আমদানি কমেছে। ফলে আমদানীকৃত এ পণ্যটিতে সরকারের রাজস্ব আয়ও কমেছে।
এনজে







সানবিডি২৪ এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি ফলো করুন













