

বলিউড তারকা অনুষ্কার সঙ্গে বিরাট কোহলির ছাড়াছাড়ির খবর এখন বেশ পুরনোই বলা চলে। বিরাটও সিঙ্গেল। এই সুযোগে কি সেই বিদেশিনী উঁকি তার জীবনে?
ইংল্যান্ডের মহিলা ক্রিকেট দলের সদস্য ড্যানিয়েল ওয়াট অনেকদিন ধরেই কোহলিতে মজে রয়েছেন। ২০১২ সালে বাংলাদেশে টি-২০ বিশ্বকাপ চলাকালীন সোশ্যাল মিডিয়ায় বিরাটকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তিনি। যা নিয়ে রীতিমতো শোরগোল পড়ে গিয়েছিল।
টি-২০ বিশ্বকাপ খেলতে ইংল্যান্ড দলের সঙ্গে এই মুহূর্তে ভারতে রয়েছেন ড্যানিয়েল। আপাতত তিনি চেন্নাইতে, আর বিরাট ভারতীয় দলের সঙ্গে কলকাতায়। ২০১৪-য় ভারতীয় দলের ইংল্যান্ড সফরের সময়ে অবশ্য বিরাটের সঙ্গে দেখাও হয়েছিল এই সুন্দরী ক্রিকেটারের। বিরাটের সঙ্গে তোলা ছবি টুইটও করেছিলেন তিনি।
কিন্তু এবারে দু’জনের দেখা হবে কি? তা হয়তো সময়ই বলবে। যদিও বিষয়টি যথেষ্ট স্পর্শকাতর বুঝেই কোহলিকে এখন আর সংবাদমাধ্যমে কিছু বলতে চাইছেন না ড্যানিয়েল।
মুখে যাই বলুন না কেন, বিরাটের দেশে এসে বিরাটকে কী আর একেবারে ভুলে থাকতে পারবেন ড্যানিয়েল! আর বিরাটের সঙ্গে মনকষাকষির এমন সময়ে এই বিদেশিনীর ভারতে আগমন কি অনুষ্কাকে খুব একটা স্বস্তি দেবে?
সানবিডি/ঢাকা/আহো