মালদ্বীপ নারী ক্রিকেট দলের প্রধান কোচ বাংলাদেশের ফাতেমা

স্পোর্টস ডেস্ক প্রকাশ: ২০২২-০৮-১৪ ২০:৫৪:০২


মালদ্বীপের জাতীয় নারী ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে নিযুক্ত হলেন বাংলাদেশের সাবেক ক্রিকেটার ফাতেমা তুজ জোহর। রোববার (১৪ আগস্ট) সন্ধ্যায় একট টুইটের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেছে মালদ্বীপ ক্রিকেট।

ফাতেমা বাংলাদেশ জাতীয় দলের হয়ে খেলতেন। এরপর তিনি সিএ এবং আইসিসির লেভেল-২ কোচিং সার্টিফিকেট অর্জন করেন।

এশিয়ার দ্বীপরাষ্ট্রের মেয়েরা সদ্যই আন্তর্জাতিক ক্রিকেটে পা রেখেছে। এখন পর্যন্ত তারা মাত্র ৩টি আন্তর্জাতিক টি-টোয়েন্টি ম্যাচ খেলেছে। সেগুলো তিন বছর আগে ২০১৯ সালে। মেয়েদের দলকে এগিয়ে নিতে ২০১১ সাল থেকে নারী ক্রিকেট উন্নয়ন প্রোগ্রামে জড়িত ফাতেমাকে বেছে নিয়েছে মালদ্বীপ ক্রিকেট।

জাহাঙ্গীর বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী বিকেএসপির নারী ক্রিকেটারদের কোচ হিসেবে কাজ করেছিলেন। এর আগে ২০১৫ সালে মেয়েদের প্রথম বিভাগের ক্রিকেটে আম্পায়ারিং শুরু করেন। বাংলাদেশের ফাতেমাকে এবার দেখা যাবে আন্তর্জাতিক পরিমণ্ডলে। তার হাত ধরেই হয়তো এগিয়ে যাবে মালদ্বীপের নারী ক্রিকেট।

এম জি