‘এএ প্লাস’ রেটিং পেলো বিজিআইসি

নিজস্ব প্রতিবেদক প্রকাশ: ২০২২-০৮-১৫ ১২:৪০:৩৫


বাংলাদেশের বেসরকারি খাতের প্রথম নন-লাইফ বীমা প্রতিষ্ঠান বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি লি. (বিজিআইসি)-এর ক্রেডিট রেটিং নির্ণয় করেছে ‘আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড’ (এসিআরএসএল)।

বিজিআইসি দাবি পরিশোধের সক্ষমতায় দীর্ঘ মেয়াদে রেটিং পেয়েছে ডাবল এ প্লাস (‘এএ+)’ এবং স্বল্প মেয়াদে পেয়েছে ‘এসটি-২’। ২০২১ সালের ৩১ ডিসেম্বর সমাপ্ত হিসাব বছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন এবং ২০২২ সালের ৩০ জুন পর্যন্ত অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন ও অন্যান্য প্রাসঙ্গিক তথ্যের আলোকে রেটিং নির্ণয় করেছে আরগুস ক্রেডিট রেটিং সার্ভিসেস লিমিটেড।

উল্লেখ্য, বাংলাদেশ জেনারেল ইনসিওরেন্স কোম্পানি লি. বাংলাদেশের শেয়ারবাজারে ১৯৮৯ সাল থেকে তালিকাভুক্ত একটি নন-লাইফ বীমা কোম্পানি।

সানবিডি/এমআর